June 16, 2025, 4:09 pm
Logo
শিরোনামঃ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ফরমালিনমুক্ত আম বিক্রি সাভার হর্টিকালচার সেন্টারে—

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার 30
নিউজ আপঃ Thursday, May 15, 2025

আবহাওয়া অনুকুলে থাকায় আমের বাম্পার ফলন হয়েছে সাভার হর্টিকালচার সেন্টার রাজালাখ এলাকার বাগানে।

প্রতি বছরের ন্যায় এবারও এ বাগানে ফরমালিন মুক্ত আম সংগ্রহ ও বিক্রি শুরু হয়েছে।

সাভার হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ জামিউল ইসলাম জানান, কৃষি বিভাগের তদারকি ও কৃষকের পরিশ্রমে চলতি মৌসুমে বাম্পার ফলন হয়েছে। আগের মৌসুমগুলোতে কৃষকের সামান্যতম সচেতনতার অভাবে আম-চাষীরা আমের বাম্পার ফলন থেকে বঞ্চিত হয়েছেন। অথচ সামান্য সচেতন হলেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অধিক ফলনসহ বাণিজ্যিকভাবে আমের বাজারজাতকরণ ও পরিবারের আর্থিক উন্নয়ন ঘটানো সম্ভব বলে জানান তিনি।

এদিকে সাভার উপজেলায় হিম সাগর, ল্যাংড়া, আম রূপালি ও ফজলিসহ নানা জাতের আমের চাষ হয়েছে। এবার উপজেলার বিভিন্ন বাগানের উৎপাদিত আম জেলার চাহিদা পুরণ করবে বলে আশা করছেন আম বাগানিরা।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share