রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
নবাবগঞ্জে বজ্রপাতে নিহত দুই বিয়াই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ছাত্রদল নেতা তাজ খান নাঈমের বাড়িতে হামলা ও লুটপাট বিরামপুরে শহিদ পরিবারের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন সাবেক যুগ্মসচিব নিশীথ কুমার সরকার রাজশাহীতে আল আকসা’র বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ জামাল হত্যা মামলার বাদী ইমরানের বসত বাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনায় হরিলোট প্রতিবাদে মানববন্ধন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা মাদ্রাসার দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া প্রকল্পে চাকুরি, লভ্যাংশ প্রদান সহ ৭ দফা দাবিতে পায়রা  তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মানব বন্ধন
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

টুইস্ট বন্ধ হোক

প্রতিবেদকের নাম / ৩৯১
নিউজ আপঃ রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮, ৬:০৩ পূর্বাহ্ন

মো: সাহেদ॥

মিডিয়ার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা আছে, চোরাটান আছে- হোক সেটা অনলাইন বা অফলাইন। মিডিয়ায় যখন আমাকে নিয়ে ইতিবাচক কোনো রিপোর্ট হয় তখন অন্যরকম ভালো লাগা কাজ করে। সরল স্বীকারোক্তি হচ্ছে- আসলে আমি এখনও সাধারণ হতে বিশেষ হয়ে উঠতে পারিনি। তাই এই ছোটোছোটো জিনিসেও অপার আনন্দে ভাসি।

গতকাল একটি অনলাইন পত্রিকায় আমাকে নিয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেহেতু বিশেষ হয়ে উঠতে পারিনি, তাই প্রতিবেদনটা পড়ে যতটা অবাক হয়েছি কষ্ট পেয়েছি তারও বেশী। একবার ভাবলাম প্রতিবাদ করি, কারণ দর্শানো নোটিশ দেই, আইনগত ব্যবস্থা নেই। কিন্তু চিরজীবনই এসব ঝুটঝামেলা এড়িয়ে চলতে পছন্দ করি, তাই আমার আর কিছুই করা হলোনা। অবশ্য, ঝানু রাজনীতিক হলে প্রতিবেদনটি উপভোগ করতাম, একজন অভিজ্ঞ রাজনীতিক ব্যক্তিগত আলাপ চারিতায় শিখিয়েছিলেন, ‘নিউজ ইজ নিউজ, গুড অর ব্যাড।’

সবারই একটা অতীত থাকে, বর্তমানের মূহুর্ত গুলো ভবিষ্যত বিনির্মাণ করে অতীতে পরিণত হয়। আমারও অতীত আছে। আমার অতীত নিয়ে অবশ্যই সংবাদ প্রকাশ করা যেতে পারে, ধারাবাহিক প্রতিবেদন প্রকাশেও আপত্তি নেই। কিন্তু খন্ডিত আর টুইস্ট করে আমার অতীত কেনো, যে কোনো কর্মকাণ্ড প্রকাশেই আপত্তি রয়েছে। তাতে সত্যটাও প্রকাশিত হয়না, আবার মিথ্যাটাও ঠিকমত বলা যায়না।

আমার খুব কাছের কয়েকজন সাংবাদিক, যাদের আমি ছোট ভায়ের মত দেখি, তারাও আমাকে বড় ভায়ের মত দেখে- তাদের সাথে আমার সরল সম্পর্ক। তাদের কেউ কেউ কেনো যে আড়াল থেকে এসব সংবাদ প্রকাশ করে আনন্দ পায় জানিনা। জানবার চেষ্টাও করিনি কখনও। তাদের মধ্যেই কারো কারো অনুরোধ ছিলো, আমার বিষয়ে উথ্থাপিত তথাকথিত অভিযোগগুলোর উত্তর যেনো আমি সরাসরি ফেসবুকে প্রকাশ করে দেই।

বেশ আগেই আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগের জবাব যাবতীয় প্রমাণসহ আপনাদের কাছে প্রকাশ করেছিলাম, ভাগ্যিস জাকারবার্গের ফেসবুক ছিলো। সেই পোস্টের কল্যাণে আমার ঘণিষ্টজনদের মত আপনারা জানলেও পিছনে লেগে থাকা সাংবাদিকরা তাদের প্রতিবেদনে জানায় না- কতটা একনিষ্ঠতা নিয়ে আমি আমার ব্যবসা গড়ে তুলেছিলাম। তিলে তিলে গড়ে তোলা ব্যবসা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেমন করে ধ্বংস করে দেয়া হয়েছে। কেমন করে বিএনপি’র নীতিনির্ধারকরা আমাকে জিম্মি করে মানসিক ও শারিরীক নির্যাতন চালিয়ে আমার জাহাজ অল্প কিছু টাকার বিনিময়ে আক্ষরিক অর্থেই দখল করে নিয়েছিলো।

এই সকল প্রতিবেদনে কখনও বলা হয়না, এক-এগারোর সময়ে সম্পূর্ণ বিনাদোষে জেল খাটানো হয়েছে আমাকে। আমার পরিবার-পরিজন কি দুর্বিষহ দিন কাটিয়েছে। প্রতারকের তকমা লাগানোর কাজে এসব বললে হয়তো সমস্যা হয়, জোশ আসেনা।

সবাই ভুললেও তো আমি ভুলবো না- ওয়ান ইলেভেনের পরে জেল থেকে বের হলাম সম্পূর্ণ নি:স্ব হয়ে। পেছনে দু:সহ অতীত, বর্তমান দিশাহীন, ভবিষ্যত অন্ধকার। যে বিপুল স্বচ্ছলতার মধ্য দিয়ে জীবন কাটিয়ে এসেছি, সেখানে আমার মেয়ে ও স্ত্রী মাত্র ১২০০ টাকার একটা জিনিস কিনতে চেয়েছিলো, সে সামর্থ্যও আমার ছিলোনা। জিনিস কিনে দিতে পারিনি, আর চোখের পানিও আটকে রাখতে পারিনি। এই একটা মাত্র জীবনে কতকিছু যে পারা হলোনা!

আমাকে বিএনপি’পন্থী প্রমাণে অনেকের সুবিধা হয়। আপনারা জানলেও তারা জানেনা যে, আমার মা আমৃত্যু জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা ছিলেন। আওয়ামী রাজনীতির মধ্য দিয়েই আমার রাজনীতিতে হাতেখড়ি আর বেড়ে ওঠা। ডিগবাজি দিতে জানলে হয়তো অন্যরকমও হতে পারতো- অনেক ক্ষমতা! অনেক যশ! অনেক প্রতিপত্তি! আবার নির্বাচনে অংশগ্রহনের টিকিট নিচ্ছি বলে যারা ভাবছেন, সত্যিকার অর্থেই ক্ষমতার প্রতি আকর্ষণ নেই। জীবনে ক্ষমতাবান হবার আগ্রহটাই তৈরী করতে পারলাম না, ঐ যে বললাম — এই একটা মাত্র জীবনে কতকিছু যে পারা হলোনা!

প্রিয় বন্ধুরা, আপনারা কোন লিঙ্ক শেয়ার করবেন বা করবেন না- সে স্বাধীনতা সম্পূর্ণ আপনাদের। তবে, আমাকে অপরাধী ভাবলে আমাকে জানিয়ে বা অজান্তেই আনফ্রেন্ড করতে পারেন। আর সংবাদটি বিশ্বাস না করলে লিঙ্ক শেয়ারও বন্ধ রাখতে পারেন- যা আপনাদের অভিরুচি। ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বিশেষ হয়ে উঠলে হয়তো এসব অপপ্রচার গায়ে লাগতো না, খুব সাধারণ আর আবেগী বলেই গায়ে লাগে, মনে লাগে।

ঘণিষ্টজনরা জানেন, এখনো লিভারের রোগে ভুগছি। জন্মের মত মৃত্যুও অমোঘ। ক্ষমা করবেন, অনেক কথা বললাম। মহান আল্লাহ আপনাদের নেক হায়াৎ দান করুন। জীবন হোক সুন্দর আর আনন্দময়, বিষাদের ছায়া সরে সরে যাক।

মো. সাহেদ, মিডিয়া ব্যাক্তিত্ব, লেখক ও শিল্পপতি।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর
Share
Share