উৎসব প্রিয় জাতি বাঙ্গালী। উৎসবেই আনন্দ। সনাতন ধর্মাবলম্বীদের বার মাসে তের পার্বন। এতসব পার্বনের মধ্যে পৌষ পার্বনও একটি। আর এ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষে ওয়ারেন সিটির মিশিগান কালীবাড়ী ও ডেট্রয়েট দুর্গা টেম্পলে আজ রোববার পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। এজন্য মন্দির দুটো’র কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। প্রবাসে বসবাসরত সনাতন ধর্মের অনুসারীগণ এ দিনটিতে উৎসব আয়োজনে আনন্দমুখর হয়ে উঠে।
৪২১৫ ইষ্ট ম্যাকনিকলস রোডস্থ ডেট্রয়েট দুর্গা টেম্পলে সকাল ১১ টায় এ উৎসব শুরু হবে । পিঠা প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে বেলা ১২ টায়। দুপুর ১ টায় ওয়ারেন সিটির ২৬০১ ইষ্ট নাইন মাইল রোডস্থ মিশিগান কালীবাড়ীতে এই পিঠা উৎসব শুরু হবে । বেলা ৫টা পর্যন্ত এ উৎসব চলবে । মিশিগান কালীবাড়ী পিঠা উৎসব কমিটির কো-চেয়ারপার্সন মৌসুমী ধর ও সোমা কর মন্দিরের সকল সদস্য-সদস্যা ও ভক্তবৃন্দকে পিঠা উৎসবকে সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন ।
উৎসব প্রিয় প্রবাসীরা অন্য রকম এক আনন্দের মধ্য দিয়ে পৌষ-সংক্রান্তি পালন করে থাকে এখানে। আজ রোববার মন্দিরে সবাই মিলিত হয়ে উৎসবে মেতে ওঠবে। যে যার মতো ঘরে তৈরী করে নিয়ে আসবে পিঠা-পুলি,পায়েস, দৈ, সন্দেশ সহ নানা মুখরোচক খাবার। নাম সংকীর্তন ও লুটের পর শুরু হবে পিঠা উৎসব। এজন্য এক পিঠা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে বিশেষ পুরষ্কার দেয়া হয়। অন্যান্য প্রতিযোগিদেরকেও সান্তনা পুরষ্কার দেয় হয়। ৩/৪ সদস্যের বিচারক মন্ডলী বিজয়ীদের নাম ঘোষণা করবেন। এরপরই শুরু হবে পিঠা-পুলি খাবার ধুম। কর্ম ব্যস্ততার কারণে অনেকের পক্ষেই এ উৎসবে সামিল হওয়া সম্ভব হয়ে ওঠে না। উৎসব প্রিয় প্রবাসীরা আগামী বছর আবারো পৌষ উৎসবের আনন্দে মিলিত হবার প্রত্যাশা নিয়ে ঘরে ফিরে।