খুলনার পাইকগাছায় বাণিজ্যিক শহর কপিলমুনি ৪ সরিষা তেলমিল মালিককে ৫লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
নিরাপদ খাদ্য নিশ্চিত করনে সোমবার কপিলমুনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বাজার মনিটরিং এর অংশ হিসাবে ভোক্তা সংরক্ষণের এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিকদার শাহিনুর আলম জরিমানা করেন।
খুলনা র্যাব ৬ এর এস পি মাহফুজ আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন কেমিক্যাল দিয়ে সরিষার তেল উৎপাদন করায় চারটি মিল মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করেন।
অভিযানে বিএসটি কর্মকর্তা সহ র্যাব এর একটি চৌকস দল সঙ্গয়ি ফোর্স উপস্থিত ছিলেন। বাজার প্রকাশ্যে দীর্ঘ দিন ধরে সরিষা ৫ সরিষা মিলে ট্রাক চ্রাক নিম্নমানের পাম তেল প্রবেশ করছে। সরিষা খৈল সাথে মিশ্রিত নিম্নমানে পামতেল দিয়ে সরিষা তেল তৈরী করে আসছে।
তার উপর বিভিন্ন কেমিক্যালসহ বিভিন্ন উপাদান ব্যবহার করে সরিষা তেল তৈরী করছে। অভিযান সময় এক মিল মালিক মিলে তালা দিয়ে গা ঢাকা দেয়।