সোমবার, ০৬ মে ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রুয়েট কর্মকর্তার প্রাণনাশের হুমকি রাজাকারের শ্যালকের পক্ষ নিয়ে আওয়ামী লীগ নেতা সেভ দ্য রোডের ১৫ দিনব্যাপী সচেতনতা ক্যাম্পেইন সমাপ্ত অবৈধ গ্যাস সংযোগে ‘আকাশ” সিন্ডিকেট রাজশাহীতে জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে স্বাধীনতা দিবসে নতুনধারার দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত বাঘায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন পাইকোর (paicoo) ফাঁদে পা দিয়ে নিঃস্ব হাজারো যুবক হাজার কোটি টাকা উধাও মিরপুর ঝিলপাড় বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ ফের ফায়ার হাইড্রেন্ট স্থাপনের দাবি দুর্নীতির কারণে নির্মমভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি হচ্ছে : মোমিন মেহেদী
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কুয়াকাটা পশুরহাটে দক্ষিণের সম্রাট ও কালা পাহার।।

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, / ২০১
নিউজ আপঃ রবিবার, ১৮ জুলাই, ২০২১, ৬:১৩ অপরাহ্ন

দক্ষিনের সম্রাট নামে একটি গরু বিক্রি করতে নিয়ে এসেছেন সানিয়াত হোসাইন। সে কুয়াকাটা পৌর সভার আজিমপুর এলাকার বাসিন্দা। সম্রাটের ওজন প্রায় ১০ মন। কুয়াকাটা গরু বাজারে দাম হাকিয়েছেন সাড়ে ৩ লাখ টাকা। কিন্তু ক্রেতারা ২ লাখ ২০ হাজার টাকার বেশি দাম বলছে না। ক্রেতার কাঙ্খিত দাম না বলায় ফেরত নিয়ে গেলেন বাড়িতে। এছাড়া আর এক কুয়াকাটা বাসিন্দা সৈয়দ মোহাম্মাদ রিয়াজ কালা পাহাড় নামে একটি গরু এই হাটে নিয়ে এসেছেন। এ গরুটির ওজন প্রায়  ৯ মন। আড়াই লাখ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। কিন্তু ক্রেতারা ১ লাখ ৮০ হাজারের বেশি দাম বলছে না। গরুর মালিক বলেন, উপযুক্ত দাম পেলে বিক্রি করবেন।

এদিকে সমুদ্র উপকুলীয় পটুয়াখালীর কলাপাড়ায় শেষের দিকে জমে উঠেছে শুরু করেছে কোরবানীর পশুর হাট। এবছর দেশী ছোট গরুর চাহিদা অনেক বেশি। বড় গরুর চাহিদা কম দেখা গেছে। দামের দিক থেকেও গত বছরের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। তবে উপজেলা প্রশাসনের তরফ থেকে স্বাস্থবিধি মেনে পশুর হাট বসানোর জন্য নির্দেশনা দিলেও এসব পশুর হাটগুলোতে করোনাকালীন স্বাস্থ্যবিধির বিষয়টি মানছেন না ক্রেতা-বিক্রেতা। উপজেলার বালিযাতলী, নোমরহাট, বলিয়াতলী, বানাতিবাজার কুয়াকাটা, মহিপুরসহ বিভিন্ন পশুরহাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে।

পশুর হাট ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন সাপ্তাহিক হাটগুলোতে কোরবানীর পশু ও মানুষের প্রচুর ভীড়। ক্রয়-বিক্রয়ও ছিল ভালো। বড় বড় গরুর পাশাপাশি ছাগল, মহিষও ছিল হাটে। কেউ ক্রয় করে নিয়ে যাচ্ছেন, আবার কেউ বিক্রির জন্য হাটে নিয়ে আসছেন। কেউ আবার অপেক্ষায় কাঙ্খিত দামে আদরের পশু বিক্রির জন্য।
ক্রেতা রহিম খান ও সাকিব বলেন, অনেক ঘুরে পছন্দের গরু ক্রয় করেছি। তারা বলেন চলতি বছর তুলনামুলক গরুর দাম কম।
শিক্ষক মো.মোহাজ্জেম হোসেন হাট থেকে গরু কিনে বাড়িতে আসার পর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন, একটা টেনশন থেকে অবশেষে আগেভাগেই মুক্ত হলাম।

কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হাওলাদার বলেন, স্বাস্থ্যবিধি মেনে হাটে প্রচুর পরিমান পশু এসেছে। পৌর সভার পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনার জন্য বলা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর