সাভারে গাড়ির পরিত্যক্ত টায়ার ও রাবার জাতীয় বর্জ্য পুড়িয়ে তৈরি করা হচ্ছে জ্বালানি তেল ও কার্বন। আবাসিক এলাকার পাশে কৃষি জমিতে গড়ে তোলা এসব কারখানার কালো ধোঁয়া, দুর্গন্ধ ও বিষাক্ত গ্যাস বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন স্থানীয়রা। তবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ভাকুর্তা ইউনিয়নে ফসলি জমির ওপর গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি কারখানা। এসব কারখানায় পুরানো টায়ার ও রাবার জাতীয় বর্জ্য পুড়িয়ে তৈরি করা হচ্ছে জ্বালানি তেল ও কার্বন। যা থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। এতে বাতাসে ছড়াচ্ছে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ও মিথেনসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক গ্যাস।
স্থানীয়দের অভিযোগ, এসব কারখানার পোড়া টায়ারের উৎকট গন্ধ আর বাতাসে ওড়া কার্বনে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা, কমে গেছে ফসলের উৎপাদন। কারখানার শ্রমিকদেরও দেয়া হয়নি বিশেষ পোশাক।
বিষয়টি নিয়ে কথা বলতে কারখানায় গিয়ে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। তবে কর্মরত শ্রমিকরা কেউ কথা বলতে রাজি হননি।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুবকর সরকার বলেন, তদন্ত করে কারখানা গুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।