রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুর জেলার ভাঙ্গার উদ্দেশে আধুনিক একটি ইঞ্জিন ও সাতটি বগি নিয়ে ছেড়ে গিয়েছে ‘পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেন’।
সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রাজবাড়ী থেকে পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেনটি ছেড়ে যায়।ট্রেনটি আবুল কাশেম নামের চালক চালিয়ে যান।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে ভাঙ্গার উদ্দেশে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ছেড়েছে। রাজবাড়ী থেকে ভাঙ্গা স্টেশনের দূরুত্ব ৬৪ কিলোমিটার।
ট্রায়াল রানের সময় ট্রেনটিতে বাংলাদেশ রেলওয়ে রাজশাহী বিভাগের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আহসান উল্লাহ ভুঁঞা, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, বিভাগীয় ট্রান্সপোর্টেশন অফিসার আনোয়ার হোসেন, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আশীষ কুমার মন্ডল ও সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভাঙ্গা টু মাওয়া ভায়া পদ্মা সেতু রুটের ট্রায়াল ট্রেনটি এক নজর দেখতে স্টেশনে ভিড় করে উৎসুক জনতা।