মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ইমা গাড়ি চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা সিলেট মহাসড়কের শাহজীবাজার ৩শ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আলম (১৮) শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং এলাকার সুরাবই গ্রামের আতর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে মাধবপুরগামী একটি যাত্রীবাহী ইমা ব্রেক ফেল করে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাছে চাপ দিলে ঘটনাস্থলেই যুবকটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক পালিয়ে গেছে। গাড়ি আটক করা হয়েছে।