♦পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন SLA মানবাধিকার সংস্থার চেয়ারম্যান, মানবাধিকার সংগঠক ও সমাজসেবক মোঃ জে এইচ রানা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন—
> “ঈদুল আযহা মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই দিনে কোরবানির মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য, আত্মত্যাগ, সহানুভূতি ও মানবিকতার চেতনা আমাদের মধ্যে জাগ্রত হয়।”
তিনি বলেন,
> “কোরবানির মহান আদর্শ ও আত্মত্যাগের শিক্ষা নিয়েই ঈদুল আযহার বার্তা আমাদের দ্বারে আসে। এই পবিত্র উৎসব কেবল আনন্দ-উৎসবের নয়, বরং আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে উৎসর্গ করার শিক্ষাও দেয়।”
তিনি আরও বলেন—
> “ঈদুল আযহা মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করে। এই দিনে ধনী-গরিব সকল শ্রেণির মানুষ এক কাতারে দাঁড়িয়ে সমবেদনার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করে।”
হাদিসের আলোকে কোরবানির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন:
> রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
‘কোরবানির দিন মানুষের সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে পশু কোরবানি করা। পশুর রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহর দরবারে পৌঁছে যায়।’
(তিরমিজি, হাদিস: ১৪৯০)”
সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন:
> “আসুন, ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের সঙ্গে ভাগ করে নিই। তবেই ঈদের প্রকৃত তাৎপর্য পূর্ণতা পাবে।”
অন্তিমে, SLA মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে এইচ রানা দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য দোয়া করেন এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।