January 19, 2026, 6:15 am
Logo
শিরোনামঃ
সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কবিতার নাম “মা” লেখকঃ মোস্তাফিজুর রহমান-নিউজ অলটাইম

স্টাফ রিপোর্টারঃ 507
নিউজ আপঃ Tuesday, July 13, 2021

লক্ষ তারার মাঝে, সহস্র মানুষের ভিড়ে,
যে মুখটি খুজি আমি, পাই না কোথাও খুঁজে।
নয়নের নয়ন মনি, জনম দুখিনী সে যে,
জীবন ধন্য যার জন্য, পরম স্নেহে মমতা ময়ী মাকে।
যার উছিলায় এ ধরনী, পেলাম কতো সুনাম খ্যাতি,
সবাই আমায় জ্ঞানে গুনে, ভক্তি-শ্রদ্ধা আদর করে।
স্বপ্নের ডানায় চলছি উড়ে, ধরণীর দিক হতে দিগান্তরে,
সেতো আমার সাত রাজার ধন, গর্ভ ধারিনী মায়ের জন্যে।
যার দোয়াতে মহা মুনি, গড়েছি সম্পদ অর্থ জমি,
রাজা বাদশা উজির নাজির, জজ ব্যারিস্টার শ্রেষ্ঠ বীর।
কবি সাহিত্যিক গায়ক সাধক , পীর আউলিয়া বাউল বাদক ,
সে তো আমার পরম ধন, আঁধার রাতের দিকদর্শক মারে।
যে নিজেকে উপস রেখে, নিদ্রা বিশ্রাম আরাম বিনে,
চোখের আড়ালে না রেখ, পরম আদরে করেছে লালন তিলে তিলে।
যার আঁচলের ছায়া তলে, শৈশব কিশোর যৌবন পৌঢ়ে,
সর্ব অবস্থায় চোখের মনি, সে তো আমার মারে।
ছেঁড়া বসন মলিন বদন, খোকার সুখে সারা জীবন,
টেনেছে ঘানি দুঃখের রজনী, সকাল হতে সন্ধ্যা অবধি।
পুড়েছে হৃদয় অসীম যন্ত্রণায়, খোদার আরশ উঠেছে কাঁপি,
মলিন কেন মোর সোনামনির বদনখানি, খোদা তুমি দাও না বলি।
বেলকাপুর হাটে মেঠো পথে,যেতেন বাবা সওদা কিনতে,
ওগো তুমি মোর প্রাণের লাগি,ভুলবে না আনতে চিনেবাদাম টি-শার্ট খানি।
ফিরলে বাবা হাট থেকে, ব্যাগে খুঁজে মা খোকার  জিনিস আগে,।
ভুল ক্রমে ছাড়া পড়লে, মলিন মায়ের চাঁদ বদনী।
সুখে-দুখে সর্ব সময়,, অসুখ হলে অজানা আশঙ্কায়,
গড়িয়ে পড়ে চোখের পানি, মানত মানে পোলাও শিন্নি।
নির্ঘুম রজনী সারা রাত্রি, আঁচল ভিজায় মালিক তুমি,
যার দোয়ায় আল্লাহ রাজি , তার সেবা যত্নে জান্নাতি।
সঙ্গে রইলে মায়ের দোয়া, শান্তি সুখে জীবন ভরা,
সকল কর্মে সফল সদা, চলতে পথে সকল বাধা।
দূর হবে সব দুঃখ জ্বালা , ধন্য জীবন পৃথিবীসেরা,
দুর্লভ তুমি দুর্জয় সৈনিক, বিজয় গৌরবের চির নির্ভীক।
পরকালে জান্নাত লাভে, সুখী সমৃদ্ধ জীবন গড়তে,
মাতৃস্নেহের বিকল্পে নেই, কিতাবি কথা  জানে সবাই।
সে মাকে আঘাত দিলে, জ্বলবে তুমি ধরা ধামে,
সুখের সংসার ধ্বংস হবে, মায়ের সেবার ব্যাঘাত ঘটলে।।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share