June 18, 2025, 11:18 pm
Logo
শিরোনামঃ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পুষ্পকানন’র নতুন চমক “শূন্য হৃদয়”

প্রতিবেদকের নাম 447
নিউজ আপঃ Tuesday, March 12, 2019

.
প্রকাশিত হয়েছে পুষ্পকানন ইসলামী সাংস্কৃতিক ফোরাম’র প্রযোজনায় আবেদনমূলক
মিউজিক ভিডিও ইসলামী সংগীত “শূন্য হৃদয়”

গানটির কথা লিখেছেন এ প্রজন্মের তরুণ গীতিকবি সোহেল রানা আশিক।
সুরারোপ করেছেন তরুণ গীতিকার সুরকার এবং উপস্থাপক ইমরান হোসাইন।
গানটিতে কন্ঠ দিয়েছে,পুষ্পকানন’র কিশোর শিল্পী হাবিবুল্লাহ হুমাইদী।

গানটি সম্পর্কে সোহেল রানা আশিক বলেন,”গানটিতে প্রাণের সঠিক আবেদনগুলোই গানের ভাষায় তুলে ধরা হয়েছে,সবার মন ছুঁয়েযাবে আশাকরি।

ইমরান হোসাইন বলেন,”শূন্য হৃদয় “গানটি ভিন্নমাত্রিক একটি গান,এই প্রথম পুষ্পকানন’র মিউজিক ভিডিও বিগবাজেটের ইসলামী সংগীত এটি।
সবার ভালো লাগবে আশাকরি।

“শূন্য হৃদয়” গানটি প্রকার করা হয়েছে পুষ্পকানন’র নিজস্ব ইউটিউব চ্যানেলে।
চ্যানেল লিংকঃ https://m.youtube.com/channel/UCVI5PVlDnOy_GGjz2sXRYgw


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share