রিপোর্ট রফিক চৌধুরী জেদ্দা,————
জেদ্দায় মুন্সিগঞ্জবাসীর নির্বাচনী প্রচারনা শুরু
লোহিত সাগরের তীর ঘেষে এক মনরম পরিবেশে ফোরামের সভাপতি প্রকৌশলী নুরুল আমিনের সভাপতিত্তে
ও সাধারন সম্পাদক আনোয়ার জাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিঃ সহ সভাপতি সেলিম মোল্লা, সিঃ যুগ্ম সম্পাদক ইকবাল ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। ডিনারের একক স্পন্সর জনাব ফারুক আহম্মেদ।
সাকিল,জাকারিয়া,মিজান,হোসেন,জনি ইউসুফ,কামরুল সহ জেলার প্রবাসী নেত্রীব্রিন্দ উপস্থিত ছিলেন। পরে শুভেচ্ছা ব্যান্ড মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।