November 5, 2025, 11:42 am
Logo
শিরোনামঃ
ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আশুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান’ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউএনও গুমের শিকার সুরুজ্জামানের লোমহর্ষক বর্ণনা হিন্দু ধর্মাবলম্বীদেরকে ভোটব্যাংক হিসেবে নয়, সুনাগরিক হিসেবে মূল্যায়ন করে এনসিপি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আজ মহা অষ্টমী ও কুমারী পূজা সাভারে দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মন্ডপ পরিদর্শন এবং উপহার সামগ্রী বিতরণ করেন সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান অভি সাভারে যুবদল নেতার উপর হামলা, আহত তিন  বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  সাভার বার্ষিক বিজ্ঞান মেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। নবাবগঞ্জে আদিবাসী  ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সুদের টাকার জন্য গহ বধুকে ধর্ষণর চষ্টা করল বালি দুস্যু স্বপন

একে আজাদ, রাজবাড়ী 101
নিউজ আপঃ Tuesday, May 9, 2023
থানায় লিখিত অভিযাগ

রাজবাড়ীর পাংশা উপজলার হাবাসপুর ইউনিয়নের বালু দুস্যু নামে বহুল পরিচিত স্বপনের বিরুদ্ধে সুদের টাকার জন্য গৃহ বধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী উপজেলার হাবাসপুর গ্রামের রবান প্রামাণিকের স্ত্রী শিমু খাতুন বাদী হয়ে পাংশা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
শিমু খাতুন বলন- আমার স্বামী বালি দুস্যু স্বপন খার নিকট থক ১৫ হাজার টাকা সুদ নিয়ছিল দড় বছরর মধ্য ৪০ হাজার টাকা আমরা সুদ স্বপনক দিয়ছি এর পরও নানা সময় আমাদের টাকার জন্য হুমকি ধুমকি দিয়ে আসছিল।
এরই প্রক্ষিত শনিবার বিকেলে স্বপন আমাদর বাড়ীত এসে আমার ঘর উঠ আমার স্বামী কাথায় জানতে চায় আমি বলি বাড়ি নই, এ সময় স্বপন আমার কোলের ছেলেকে জোর করে কেড়ে নিয়ে ফলোড়ে দিয়ে আমাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষনর চষ্ঠা করে, এ সময় আমি চিৎকার দিলে লোকজন এগিয় আসলে স্বপন পালিয় যায়।  এ ঘটনায় আমি পাংশা থানায় একটি লিখিত অভিযাগ দায়র করছি।
এ ব্যাপার হাবাসপুর ইউনিয়ন পরিষদর সদস্য মাঃ রনজ খা বলন বিষয়টি সত্য আমি শুনছি এ ঘটনার অনেক স্বাক্ষীও আছে ।
এ ব্যাপার হাবাসপুর ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান আল মামুন খান বলেন ঘটনাটি শুনছি।
পাংশা মডল থানার এ এস আই মো: আব্বাস আলী  বলেন এ সংক্রান্ত  এ একটি লিখিত অভিযাগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপার অভিযুক্ত স্বপনর সাথ কথা বলার চষ্ঠা করা হল তার মুঠাফানটি বন্ধ পাওয়া যায়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share