মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে ১০ বোতল ফেন্সীডিল সহ সুমন মিয়া(২২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আজ ৬ ফেব্রুয়ারী বৃহঃস্পতিবার রাত৯ টায় তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
তেলিয়াপাড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা নোয়াপাড়া এলাকার মুড়াপাড়া মসজিদের পাশে থেকে মুড়া পাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোঃ সুমন মিয়া(২২)কে ১০ বোতল ফেন্সীডিল সহ তাকে আটক করি।এ সময় তাকে জিজ্ঞাসা করলে সে জানায় ফেন্সীডিলের মালিক মাদক ব্যবসায়ী সাদ্দাম মিয়ার কাছ থেকে এনেছে।