সোনাই ডেক্স:অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আলিয়া ভাট বা সানি লিওনিকে এক ক্যালেন্ডারে তিনি হাজির করেন বেশ সহজেই। ফোটোগ্রাফার ডাব্বু রত্নানি। ২০তম বছরে ডাব্বু রত্নানির ক্যালেন্ডারে বলিউডের তারকারা কে কেমন ভাবে ধরা দিয়েছেন সেটা প্রকাশ্যে আসার পরই সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে সানি লিওনির ছবি।
লঞ্চের পরদিন সকালে ডাব্বু বলছিলেন, ‘যেসব ফোন পাচ্ছি, তাতে বুঝতে পারছি, এক-একজনের এক-এক তারকার ওপর নজর আটকাচ্ছে’। ছবিগুলি থেকে স্পষ্ট কোনও বিশেষ থিম নয়, বরং এক-একটা ছবি এক-একরকম গল্প বলছে। ডাব্বু যোগ করলেন, ‘তিনজন ছাড়া বাকি তারকাদের সঙ্গে আগেই কাজ করেছি।
তাই চ্যালেঞ্জটা ছিল, আগে যেভাবে তাঁদের দেখা গিয়েছে, তারচেয়ে অন্যভাবে নিয়ে আসার। এমন কিছু কনসেপ্ট তৈরি করার চেষ্টা করেছি, যাতে পরের ধাপে পৌঁছনো যায়। সে কারণেই খুব কম শ্যুট স্টুডিওতে করেছি।
লোকেশন, লাইটিং সব কিছু নিয়েই এবার লাগাতার এক্সপেরিমেন্ট করেছি’। প্রসঙ্গত কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী আর জাহ্নবী কাপুরকে এবার প্রথম দেখা গেল এই ক্যালেন্ডারে।