May 13, 2025, 1:18 pm
Logo
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মাধবপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক করেছে বিজিবি

প্রতিবেদকের নাম 480
নিউজ আপঃ Monday, July 15, 2019

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর এলাকা থেকে ২শ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

রোববার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সীমান্ত ফাঁড়ির হাবিলদার জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী গ্রামের রশ রাজ চৌধুরীর ছেলে দয়াল চৌধুরী (২৪) এবং একই গ্রামের রিসু রাজ চৌধুরীর ছেলে অপূর্ব চৌধুরী (২১) কে আটক করে।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাহিদুর রশীদ পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দুই যুবকের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share