নিউজ ডেক্স: ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেন মৃধা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।।
গত ২২ জুন লোকমানের শরীর খারাপ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৩ জুন তার করোনা শনাক্ত হয়। ২৪ জুন ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
লোকমান হোসেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রেড ক্রিসেন্ড সোসাইটির সভাপতির দায়িত্বে ছিলেন।।