সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
বাঘায় সাংবাদিক পরিবারের উপর হামলা,থানায় মামলা ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী কাউন্সিলর সাহেব আলীর শাস্তি চায় এলাকাবাসি মানবিক বাংলাদেশ চায় জামায়াত: ডা. শফিকুর রহমান সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে পাসের হার ৮১.২৪, জিপিএ-৫ বেড়ে দ্বিগুণ বিএনপি নেতা হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিত করতে লাশ উত্তোলন নবাবগঞ্জে বজ্রপাতে নিহত দুই বিয়াই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ছাত্রদল নেতা তাজ খান নাঈমের বাড়িতে হামলা ও লুটপাট বিরামপুরে শহিদ পরিবারের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ভুয়া ফেসবুক আইডি খোলে ইসলামবিরোধী প্রচারণা: ওসমানীনগরে ঈদের নামাজ শেষে হিন্দুবাড়িতে হামলা, ভাঙচুর

প্রতিবেদকের নাম / ৪৩২
নিউজ আপঃ বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯, ৫:৫৫ পূর্বাহ্ন

ফেসবুকে ইসলামবিরোধী প্রচারণা চালানোর অভিযোগে সিলেটের ওসমানী নগরের বুরুঙ্গাবাজারের পাশে একটি হিন্দুবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৫ জুন) ঈদুল ফিতরের দিন সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১০ /১২ দিন আগে হিন্দু সম্প্রদায়ের একজনের মৃত্যুর ঘটনায় রমজান মাসে স্থানীয় শ্মশানঘাটে মৃতের সৎকার করা নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বিষয়টি স্থানীয় ভাবেই শেষ হয়। এই ঘটনার সূত্র ধরে হামলার শিকার পরিবারের সদস্য দিবাকর এস দেব (২৯) নামে যুবকের নামে ভুয়া ফেসবুক আইডি খোলে তা থেকে ইসলামবিরোধী প্রচারণা চালানো হয়। এতেকরে স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গ্রামে একাধিক সভা হয়। বিষয়টি নজরে এলে দিবাকর গত শুক্রবার ওসমানী নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দেবাকর নামীয় ভুয়া আইডি ও থানায় সাধারণ ডায়েরির করার বিষয়টি স্থানীয়দের জানান দিবাকরের বড় ভাই বুরুঙ্গা ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য ও বুরুঙ্গাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ শিমুল দেব শিবু। ফেসবুকে ভুয়া আইডি থেকে উত্তেজনার ফলে বুধবার সকালে ওই বাড়িতে হামলার ঘটনা ঘটে।

ইউপি সদস্য শিমুল দেব শিবু সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, ফেসবুকে স্ট্যাটাসের সূত্র ধরে বুধবার সকালে ঈদের নামাজ শেষে উপজেলার খরেরপুর গ্রাম থেকে জামতলা বাজার হয়ে নারায়ে তাকবীর, আল্লাহ আকবর স্লোগান দিতে দিতে আমার বাড়ির উদ্দেশ্যে আসে প্রায় দুই শতাধিক লোক। এসময় তাদের সঙ্গে আনা ইটের টুকরো দিয়ে আমার বাড়িতে হামলা চালায়। এতে বাড়ির টিনের ঘর ও আসবাবপত্র ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় বাড়ির কেসি গেইট তালাবদ্ধ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ওসমানী নগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশের এসপি সার্কেল, ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুয়া ফেসবুক আইডি খুলে ধর্মীয় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে কিছু মানুষকে ভুল বুঝিয়ে ঈদের নামাজের পর এই হামলার ঘটনা ঘটেছে।

তিনি জানান, ভুয়া ফেসবুক আইডি খোলার কারণে থানায় কয়েকদিন আগে একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। বিষয়টি থানা পুলিশের পক্ষ থেকে আদালতের মাধ্যমে সিআইডিতে প্রেরণ করা হয়েছে।

বুধবারের হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান ওসি।- সিলেটটুডে টোয়েন্টিফোর


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর
Share
Share