মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজশাহীতে জমি সংক্রান্তের জেরে মিথ‍্যা সংবাদ প্রকাশে প্রতিবাদে সংবাদ সম্মেলন বাঘায় দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে চিকিৎসকদের বিক্ষোভ ও মানববন্ধন বাঘায় সমাজসেবার সানোয়ারের জাদুর কাঠিতে সুস্থ-সবল শত মানুষ এখন প্রতিবন্ধি সাভারের গান্ধারিয়ায় মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন বাঘায় নবাগত ইউএনও’র সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ শিমুলতলা জোনাল অফিসে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ বাঘায় সাংবাদিক পরিবারের উপর হামলা,থানায় মামলা ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী কাউন্সিলর সাহেব আলীর শাস্তি চায় এলাকাবাসি মানবিক বাংলাদেশ চায় জামায়াত: ডা. শফিকুর রহমান সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ী  খাদ্য গুদামে অনিয়ম, আদালতে মামলা

এ কে আজাদ  রাজবাড়ী / ১১৮
নিউজ আপঃ শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ৩:৪০ অপরাহ্ন

রাজবাড়ী ১নং আমলী আদালতে সরকারের খাদ্য বান্ধব (১০ টাকা কেজির চাল) কর্মসূচিতে ওজনে কম দেয়ার অভিযোগ এনে জেলার সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন, নিরাপত্তা প্রহরী আলমগীর হোসেন এবং লেবার সরদার মোঃ শামসু রহমান কে আসামি করে মামলা দায়ের করেছে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার মনোয়ার হোসেন।

মামলাটি তদন্তের জন্য আদালত ফরিদপুরের পিবিআইকে নির্দেশ দিয়েছে।

মামলার বাদী ও রাজবাড়ী সদর উপজেলার খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার মনোয়ার হোসেন মনো বলেন, তিনি ২০১৬ সাল থেকে রাজবাড়ী বাজারে থাকা তার দোকান থেকে ৫০০ জন কার্ডধারী দরিদ্র ব্যক্তিকে ১০ টাকা কেজি করে সরকারি চাল প্রদান করে আসছেন। তাকে প্রতিটি ডিও তে রাজবাড়ীর সদর খাদ্য গুদাম থেকে ৫০ কেজির ৩০০ বস্তা চাল দেয়ার নির্দেশনা ছিলো। অথচ তার অজান্তে ওই সব ডিও তে ৩৮০ বস্তা পর্যন্ত চাল উত্তোলন করা হয়েছে।

আবার যে সব বস্তা তাকে দেয়া হয়েছে তাতেও রয়েছে ৪ থেকে ৫ কেজি করে চাল কম। একই সাথে প্রতিটি পাটের বস্তার ওজনের পরিবর্তে ৭শত গ্রাম করে চাল প্রদান করার কথা থাকলেও তাও দেয়া হয়নি।

তিনি আরো বলেন, কার্ডধারীদের চাহিদার চাল পূরণ করতে তাকে অধিক মূল্যে চাল কিনে তা প্রদান করতে হয়েছে। খাদ্য অফিসে অভিযোগ করে তিনি কোন প্রতিকার পাননি। ফলে একপর্যায়ে তিনি ডিও, ওজনের টালি খাতা সংগ্রহ করেন। তাতে দেখতে পান তার কোন কোন ডিও ব্যবহার করে ৩শত বস্তার পরিবর্তে ৩শত ৮০ বস্তা পর্যন্ত চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন করা হয়েছে। আবার তাকে প্রদান করা কোন বস্তাতেই ৫০ কেজি নিট ওজন পাওয়া যায়নি। মূলত তার ঘাটতি হয়েছে খাদ্য গ্রদাম থেকে। যার কারণে এই কয়েক বছরে তিনি ১০ থেকে ১২ লাখ টাকা আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছেন। তিনি এর সাথে জড়িত আসামিদের শাস্তির দাবি জানিয়েছেন।

জেলা খাদ্য অফিস সূত্রে জানাগেছে, জেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর ১শত ১৩ জন ডিলার রয়েছে। এই সব ডিলারদের মাধ্যমে ৫৬ হাজার ৪শত ৮৩ জন কার্ডধারী ১০ টাকা কেজি চাল কিনছেন।

অভিযোগ ও মামলার ব্যাপারে রাজবাড়ী সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন জানিয়েছেন, খাদ্য গুদামে কোন কারসাজি করা হয় না। ডিও অনুযায়ী চাল প্রদান করা হয় ডিলারদের।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর
Share
Share