May 13, 2025, 3:57 am
Logo
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

নোয়াখালীতে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদ্প্তর, নোয়াখালী

মোঃ সাদ্দাম হোসেন সাহিদ স্টাফ রিপোর্টার, নোয়াখালী। 71
নিউজ আপঃ Sunday, April 9, 2023

শনিবার (৮ই এপ্রিল) রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদ্প্তর, নোয়াখালী এর একটি চৌকস টিম নোয়াখালী জেলার চাটখিল উপজেলাধীন দশ ঘরিয়া বাজারের উত্তর পাশে সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক সড়কের উপর থেকে ২জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ২০০০ পিস ইয়াবা সহ হাতে নাতে আটক করে।

আটকৃত আসামীরা হলো লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলাধীন ৩নং ভাদুরী ইউনিয়নের উত্তর গ্রামের জনৈক মৃত কাশেম মোল্লার ছেলে মোহাম্মদ উল্যা প্রঃ হামিদ উল্যা এবং একই উপজেলার রামগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড পশ্চিম কাজিরখিল গ্রামের জনৈক মান্নান মিয়ার ছেলে রহমান, তারা বর্তমানে ঢাকার মিরপুরে থাকে বলেও জানায়।

গোপন সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা নোয়াখালী জেলা সংলগ্ন লক্ষীপুর জেলার রামগঞ্জ পৌরসভা ও থানাধীন কমরদিয়া (যুগি বাড়ি) গ্রামের পলাশ দেবনাথ প্রঃ পলাশ নামের এক কুখ্যাত মাদক কারবারি সাথে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন উৎস থেকে প্রতিনিয়ত বিভিন্ন উপায়ে মাদকদ্রব্য (ইয়াবা) কখনো নিজেরা আবার কখনো তাদের নিজস্ব সহযোগীদের মাধ্যমে মাদক করাবারিদের মাধ্যমে সংগ্রহ করে তার নিজ উপজেলা রামগঞ্জ ও পাশ্ববর্তী নোয়াখালী জেলাধীন চাটখিল, সোনাইমুড়ি, বেগমগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকার মাদক কারবারির নিকট পাইকারী ভাবে বিক্রয় করে আসতেছে। শনিবার (৮ই এপ্রিল) রাত ০৯.০০ ঘটিকার আসামী মোহাম্মদ উল্যা প্রঃ হামিদ উল্যা এবং রহমান মাদকদ্রব্য (ইয়াবা) নিয়ে যাতায়াতের সময় গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদ্প্তর এর উপ-পরিদর্শক মোঃ আবদুর রশিদ নেতৃত্ত্বে একটি চৌকস টিম চাটখিল উপজেলাধীন দশ ঘরিয়া বাজার এলাকায় তাদেরকে ২০০০ পিস ইয়াবা সহ হাতে নাতে আটক করে স্থানীয় চাটখিল থানায় একটি মাদক মামলায় আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share