May 13, 2025, 1:04 pm
Logo
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী ইউনিয়ন যুবলীগের গুরুত্বপূর্ণ পদে

একে আজাদ, রাজবাড়ী 70
নিউজ আপঃ Friday, March 17, 2023

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রশিদ বিশ্বাস হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী হওয়ার পরও দল থেকে বহিষ্কার না করায় দলের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।

মোঃ রশিদ বিশ্বাস মৃগী ইউনাইনের হোগলাডাঙ্গি গ্রামের আকমল বিশ্বাসের ছেলে । সে বর্তমান মৃগী ৪ নং ওয়ার্ড এর মেম্বার।

সে রাজবাড়ীর চঞ্চল্যকর সামসুল আলম বাবলু হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী।গত বছরের ২৮ নভেম্বর সোমবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় ঘোষণা করেন।

এর পর থেকে মোঃ রশিদ বিশ্বাস জেলে রয়েছে। তবে দল থেকে এখনো বহিষ্কার করা হয়নি।

নাম প্রকাশ না করা শর্তে মৃগী ইউনিয়ন যুবলীগের একাধিক নেতাকর্মী বলেন, আওয়ামীলীগ দেশের সর্ববৃহৎ সংগঠন। যার সহযোগি সংগঠনগুলো অনেক শক্তিশালী। সেই সংগঠনে এখনো কিভাবে একজন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি দলীয় পদে থাকে এটা আমাদের বোধগম্য নয়। দলের শৃঙ্খলা ও সুনাম রক্ষার্থে অতি দ্রুত রশিদ বিশ্বাস কে বহিষ্কার করা উচিত।

রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান বলেন, সবেমাত্র জেলা আওয়ামী যুবলীগের কমিটি দেওয়া হয়েছে। এই বিষয়টি আমার জানা নাই। কেউ আমাকে এ বিষয়টি অবহিত করেনি। বিষয়টি পর্যালোচনা করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share