July 12, 2025, 11:42 pm
Logo
শিরোনামঃ
বাঘায় মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা এসএসসিতে তাহসান মাহমুদ চৌধুরী গোল্ডেন জিপিএ-৫ অর্জন অন্ধ মার্কেট রক্ষায় প্রতিবন্ধীদের মানববন্ধন — সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল সাভার ১০০গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম আটক কারাগারে গলায় ফাঁস দিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ঈদুল আযহা উপলক্ষে SLA মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে এইচ রানার শুভেচ্ছা বার্তা বাঘা উপজেলায় ১৪১৩০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বাঘায় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ১ পশু কেনাকাটা ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‍্যাব আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি আত্মপ্রকাশ ; সভাপতি সৌরভ ও সম্পাদক সাকিব
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পিতা দিয়ে গেলেন স্বাধীনতা কন্যা দেখালেন পথ ঙ্গান বিঙ্গান পরিবেশের মাঝে দেশের ভবিষৎঃউদ্ভাবক মিজান

প্রতিবেদকের নাম 459
নিউজ আপঃ Monday, February 11, 2019

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: পিতা দিয়ে গেলেন স্বাধীনতা কন্যা দেখালেন পথ ঙ্গান বিঙ্গান পরিবেশের মাঝে দেশের ভবিষৎ বললেন যশোরের শার্শার উদ্ভাবক মিজান। গত রবিবার দুপুরে নাভারন সাতক্ষীরা মোড়ে সাক্ষাত কালে এ প্রতিনিধির সাথে তিনি এসব কথা বলেন। তিনি উপজেলার আমতলা গাতীপাড়া গ্রামের মৃত আক্কাস আলী মোড়লের ছেলে। ছয় ছেলে মেয়ের মধ্যে মিজান মেজো ছেলে। তিনি বেশি দূর লেখা পড়া করার সুযোগ পায়নি। গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত লেখা পড়া করেন। তিনি বর্তমানে নাভারন শ্যামলাগাছি গ্রামে বসবাস করছেন এবং পেশায় একজন মটর মেকানিক। ইতি মধ্য তিনি নতুন নতুন আবিস্কারের জন্য দেশ সেরা উদ্ভাবক হিসাবে সন্মাননা অর্জন করেছেন। বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে হৈ হুল্লড় শুরু হয়। তিনি বর্তমানে আরো দুটি নতুন ডিভাইস আবিস্কার করেছেন। যেমনঃ(১) আত্নাহত্যা প্রতিরোধক ডিভাইস। এই ডিভাইস কাজ করবে যারা ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি বা উড়না দিয়ে আত্নাহত্যা করে তাদের জন্য। ডিভাইসটি আগে থেকে ফ্যানের সাথে লাগানো থাকলে ফ্যানে টার্স করার সাথে সাথে রশি কেটে নিচে পড়বে। দ্বিতীয়বার দেওয়ার চেষ্টা করলে ফ্যান খুলে নিচে পড়বে। (২) সড়ক দুর্ঘটনা প্রতিরোধক ডিভাইস। এটির ব্যবহার খুব সহজ। এই ডিভাইসটি বেল্টের মত ব্যবহার করলে দুর্ঘটনা ঘটনা ঘটার আগেই গাড়ী আপন ইচ্ছায় থেমে যাবে। এতে ১০০% সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। তিনি বর্তমানে পরিবেশ নিয়ে ভাবছেন। এই উদ্ভাবক মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমুন্ত্রীর কাছে ও পরিবেশ অধিদপ্তরের কাছে ৩টি প্রশ্ন রেখেছেন। (১) যানবাহনের কোটি কোটি লিটার পোড়ামবিল কোথায় যাচ্ছে এবং কি কি কাজে ব্যবহার করা হচ্ছে? (২) আগে শিশুদের স্কুলে যাওয়ার জন্য সরকার নির্ধারিত বয়স ছিল পাঁচ বছর। এখন সেটা না বাড়িয়ে আরো কমানোর কারন কি? (৩) দেশে লাইসেন্স ভুক্ত অসংখ্য এয়ারগান রয়েছে যেগুলো তেমন কোন কাজে আসে না। ঐ বন্দুক দিয়ে পাখি শিকারসহ বিভিন্ন বন্য জীবজন্তু শিকার করা হয় যাতে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। বন্দুক দিয়ে বন্য পাখি শিকার করা পরিবেশের জন্য ক্ষতিকর নয় কি? (৪) দেশে অধিক প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের কি কি সমস্যা হচ্ছে? তাই তিনি পরিবেশ নিয়ে ভাবতে গিয়ে এই সমস্ত প্রশ্ন তার মাথায় উঁকি দিয়ে বসেছে। তাই মামনী প্রধান মন্ত্রী ও পরিবেশ অধিদপ্তরের কাছে এই প্রশ্নের উত্তরের জন্য সু দৃষ্টি আকর্ষন করছেন উদ্ভাবক মিজান। আগামী ১২/০২/১৯ তারিখ রোজ মঙ্গলবার নাভারন ফজিলাতুন নেছা মহিলা কলেজে সকাল ১০ ঘটিকায় জীবও বৈচিত্র্য পরিবেশের সমস্যা নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করেছে কলেজ কতৃপক্ষ। এতে সকল পেশাজীবি ও সাংবাদিকের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়ছেন উদ্ভাবক মিজান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share