পটুয়াখালীর পায়রা বন্দরে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বেলা এগারোটায় পায়রা প্রিপারেটরি স্কুলে কেক কেটে দিনটির শুভ সূচনা করেন পায়রা বন্দরের চেয়ারম্যান সোহায়েল আহম্মেদ। এসময় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ পায়রা বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরন করা হয়। পরে বন্দর কর্তৃপক্ষের হল রুমে বঙ্গবন্ধুর জীবনি সম্পর্কে বিষদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। সকাল সাতটায় উপজেলা আওয়ামী দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য মো. মহিব্বুর রহমানসহ উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড,পুলিশ প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া দিনব্যাপী উপজেলা মিলনায়তনে শিশুদেও মাঝে পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।