শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
জামাল হত্যা মামলার বাদী ইমরানের বসত বাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনায় হরিলোট প্রতিবাদে মানববন্ধন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা মাদ্রাসার দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া প্রকল্পে চাকুরি, লভ্যাংশ প্রদান সহ ৭ দফা দাবিতে পায়রা  তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মানব বন্ধন গণতন্ত্রকে পরিবারতন্ত্র ধ্বংস করছে : নতুনধারা   রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার : মোমিন মেহেদী ফেনী ও নোয়াখালীতে বন্যাদুর্গতদের পাশে এসএলএ ২২ দিন পর লাশ উত্তোলন ৩ আসামি কারাগারে  ত্রান প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোষ্ট, এবার পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পদ্মা থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি ও ঘরবাড়ি

এ কে আজাদ  রাজবাড়ী / ১৭৩
নিউজ আপঃ শনিবার, ৫ মার্চ, ২০২২, ৩:০২ অপরাহ্ন

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পাংশা উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। জনসাধারণের রাস্তা চলাচলে দুর্ভোগ ও ফসলি জমি রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি এলাকাবাসী। অবৈধ বালু উত্তোলন বন্ধে মন্ত্রিপরিষদের কড়া নির্দেশ উপেক্ষা করে নদী থেকে বালু উত্তোলন করছে একটি দুষ্টচক্র।
অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন জানান, কেউ যদি বালুমহল ইজারা নেয় তাহলে শর্তানুযায়ী বালু উত্তোলন করবে আর যদি কেউ আইনবিরোধী কাজ করে বা অননুমোদীত হয় তাহলে স্থানীয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।
সরেজমিনে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে ট্রলি ও ড্রাম ট্রাকে বালু উত্তোলন করে পরিবহনের প্রতিযোগিতা চলছে। বালু ব্যবসায়ী একটি দুষ্টচক্র নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রতিদিন শত শত ট্রলি বালু উত্তোলন করেছে। কোথাও আবার এ সব বালু বিশাল স্তূপ করে রাখা হয়েছে হাবাসপুর ইউনিয়নের চরপাড়া, চরঝিকরি, শাহমিরপুর ও চরয়াফড়াসহ বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কের পাশে।
হাবাসপুর ইউনিয়নের চরপাড়া এলাকার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনে দলীয় ক্ষমতাসীন লোকজন জড়িত। তারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। ফসলি জমি ও রাস্তাঘাট রক্ষায় স্থানীয় প্রশাসনকে জানালে তারা আসলে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ থাকে। কিন্তু পরবর্তীতে পুনরায় আবার শুরু হয়। বছরের পর বছর এভাবেই চলছে।
অটোচালক সুমন বিশ্বাস ও বাবলু মিয়া বলেন, গ্রামীণ সড়ক এমনিতেই চলাচলের জায়গা সীমিত। সড়কের পাশে বালু স্তূপ করে রাখে বালু ব্যবসায়ীরা ও ট্রাকে বালু লোড করে। আমাদের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।
শাহমিরপুর এলাকার মতিয়ার রহমান বলেন, পদ্মা নদী থেকে বালু খনন করে ট্রলিতে নিয়ে যাওয়ায় ফসলি জমির ব্যাপক ক্ষতি ও চলাচলের রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। খুব দ্রুত এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর
Share
Share