July 13, 2025, 5:43 am
Logo
শিরোনামঃ
বাঘায় মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা এসএসসিতে তাহসান মাহমুদ চৌধুরী গোল্ডেন জিপিএ-৫ অর্জন অন্ধ মার্কেট রক্ষায় প্রতিবন্ধীদের মানববন্ধন — সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল সাভার ১০০গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম আটক কারাগারে গলায় ফাঁস দিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ঈদুল আযহা উপলক্ষে SLA মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে এইচ রানার শুভেচ্ছা বার্তা বাঘা উপজেলায় ১৪১৩০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বাঘায় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ১ পশু কেনাকাটা ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‍্যাব আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি আত্মপ্রকাশ ; সভাপতি সৌরভ ও সম্পাদক সাকিব
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ধর্ম ও নৈতিক শিক্ষায় সনাতন সমাজকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করাই বাগীশিকের মূল লক্ষ্য

প্রতিবেদকের নাম 1143
নিউজ আপঃ Sunday, February 3, 2019

উত্তর চট্টগ্রাম থেকে :ধর্ম ও নৈতিক শিক্ষার মাধ্যমে সনাতন সমাজকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করাই হচ্ছে বাগীশিককের মূল লক্ষ্য। কারণ শ্রীদ্ভগবদ্গীতা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি-রাহাজানি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদবর্জিত মানুষ হওয়ার শিক্ষায় গীতার অধ্যায়নে অর্জন করা যায়। আর নৈতিক শিক্ষা হচ্ছে তার একটি অংশ।

গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) মেখলস্থ বাসুদেব মুকুন্দ দত্ত ভজন কুটির প্রাঙ্গনে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মেখল ইউনিয়ন সংসদ (২০১৮-২০২১) এর ২য় কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক আয়োজনের ২য় পর্বে আলোচনা সভায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বাসুদেব মুকুন্দ দত্ত ভজন কুটির এর অধ্যক্ষ শ্রীপাদ্ নিক্ষিঞ্চনানন্দ দাস অধিকারী। আশির্বাদক ছিলেন শ্রীশ্রী পুন্ডরীক ধামের সাধারণ সম্পাদক শ্রীপাদ্ কৃষ্ণ দাস ব্রহ্মচারী। প্রধান অতিথি ছিলেন শ্রীশ্রী কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সজল চৌধুরী।

আলোচনা সভার উদ্বোধন করেন বাগীশ্বরী সঙ্গিতালয়ের সভাপতি লায়ন শ্রী কৈলাশ বিহারী সেন। মহান অতিথি ছিলেন বাগীশিক হাটহাজারী সংসদের প্রধান পৃষ্ঠপোষক মাষ্টার শ্রী অশোক কুমার নাথ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ বক্তা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের নির্বাহী সদস্য শ্রী প্রিয়াশীষ চক্রবর্তী, প্রকাশনা সম্পাদক সম্পাদক অধ্যক্ষ লায়ন ডা: বরুণ আচার্য্য বলাই। আলোকিত অতিথি ছিলেন বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের উপদেষ্টা শ্রী পরিমল কান্তি নাথ, হাটহাজারী উপজেলা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার নারায়ন গোস্বামী, মেখল ইউনিয়ন সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক সুব্রত কুমার নাথ, ননীগোপাল নাথ, চন্দন চৌধুরী। নবগঠিত সংসদকে শপথবাক্য পাঠ করান বাগীশিক হাটহাজারী সংসদের সভাপতি শ্রীপাদ্ গঙ্গাপদ গোস্বামী। বাগীশিক হাটহাজারী সংসদের সাধারণ সম্পাদক শ্রী চন্দন নাথ ও মেখল ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক শ্রী রাকাশ তালুদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগীশিক হাটহাজারী পৌর সংসদ, শিকারপুর সংসদ, গুমানমর্দ্দন ইউনিয়ন সংসদের কর্মকর্তা, উপদেষ্টা ও পৃষ্ঠপোষকমন্ডলি। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশিক মেখল ইউনিয়ন সংসদের সভাপতি মাষ্টার অনুপম ভট্টাচার্য্য। অনুষ্ঠানমালায় ছিল গীতাপাঠ, গীতাপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share