পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধলাস্বর ইউনিয়নে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের চর চাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খোরশেদ ফরাজির বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক এমপির সহধর্মিনী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। বিশেষ অথির বক্তব্য রাখেন ধুলাস্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান খলিফা, সহ-সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক মোদাচ্ছের হাওলাদার। এ উঠান বৈঠকে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
এছাড়া শত শত পুরুষ এবং তরুন অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা বলেন, এই ৫ বছরে ধুলাস্বর ইউনিয়নে কোন সন্ত্রাসী ছিল না। এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানেও চাপলি থেকে ধুলাস্বর পর্যন্ত সড়কের কাজ চলমান রয়েছে। এলাকার অনেক হতদরিদ্র মা বোনেরা সরকারি ঘর পেয়েছে। এবার এমপি মহিব নির্বাচিত হলে পর্যটন স্পট গঙ্গা মতিকে আরো আধুনিকায়ন করা হবে। এছাড়া যে সকল রাস্তা কাঁচা রয়েছে সেগুলো পাকা করা হবে। তাই সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি। এসময় উপস্থিত সবাই নৌকায় ভোট দেওয়ার জন্য হাত তুলে ওয়াদা করেন।।
এই বিভাগের আরও খবর....