মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১৩ ডিসেম্বর শুক্রবার আন্তস্কুল ভিত্তিক গীতা জ্ঞান প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী মাধবপুর বাজার কালী মন্দির প্রাঙ্গনে অনুস্টিত হয়েছে।
জিবন কৃষ্ণ বনিকের সভাপতিত্বে মাধবপুর গীতা একাডেমীর শিক্ষকদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, মাধবপুর পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, বিশেষ অতিথি ছিলেন, জগদীশ ঘোষ, কাউন্সিলর অজিত পাল,নৃপেন্দ্র রায় বাবুল, মনোজ পাল, দুলাল মোদক প্রমূখ ।
শিশু শ্রেনী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন শাখায় মোট ৪৩ টি স্কুল অংশ গ্রহন করে। এর মধ্যে ছিল চিত্রাঙ্গন,গীতার শ্লোক আবৃতি, ভজন কীর্তন, বৈদিক নৃত্য, নাটক ও ধর্ম নৈতিক শিক্ষা কুইজ প্রতাযোগীতা।
বিভিন্ন শাখার মধ্যে ঘ শাখায় ভজন কীর্তনে প্রথম হয় বিশিষ্ট সাংবাদিক বিপ্লব আচার্য্য সুজনের মেয়ে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ভূমিকা আচার্য্য চৈতী। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।