বাঘা উপজেলা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহষ্প্রতিবার(২৩ জুলাই)দিবাগত ২৩.১০টায় হরিরামপুর এলাকা থেকে কমল হাসান (২১) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
বাঘা থানা সূত্রে জানা যায় (২৩ শে জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই আমিনুল, এসআই আতাউর, এএসআই মাসুদ ও সঙ্গীয় ফোর্স নিয়ে বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের আসামীর বসত বাড়ীর ভিতরে আসামীর নিয়ন্ত্রণ ও হেফাজতে রাখা পূর্ব দূয়ারী টিনের তৈরী গোয়াল ঘরের মধ্য হতে ১২৫ বোতল ভারতের তৈরী কোডিন যুক্ত ফেন্সিডিলসহ কমল হাসান(২১) কে আটক করে।আটককৃত মাদক ব্যবসায়ী কমল হাসান (২১) হরিরামপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান,আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।আটককৃত আসামীর বিরুদ্ধে বাঘা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ আইনে মামলা দায়ের করে।শুক্রবার (২৪ জুলাই)সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।