বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
Logo
শিরোনামঃ
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধান উপদেষ্টার ঘর উপহার জয়পুরহাটে জামায়াতের মোটরসাইকেল শোডাউন সাভারে জমজমাট ক্রিকেট ফাইনাল, চ্যাম্পিয়ন রাসেল একাদশ নারী সংস্কার কমিশন বিলুপ্তির দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ সাভারে শ্রমিকদের দুর্বল করা কাউকেই যেন রাষ্টীয় পদ বা জনপ্রতিনিধির জায়গা দেওয়া না হয়, আখতার শাহিনুর কবির, ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোহাম্মদ জুয়েল মিঞা সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান ফেনীতে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফলোআপ গণঅভ্যুত্থানে আহতদের সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাক-ভারত সীমান্তে তীব্র গোলাগুলি, সমঝোতা এক্সপ্রেস বন্ধ

প্রতিবেদকের নাম / ৪৮১
নিউজ আপঃ বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে দু’পক্ষের নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। আজ (বৃহস্পতিবার) জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর রাজৌরি জেলার মেন্ধর, কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাকবাহিনী গুলিবর্ষণ করলে ভারতীয় বাহিনী তার জবাব দিয়েছে।

প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, আজ সকাল ৬ টা নাগাদ পাকিস্তানি বাহিনী বিনাপ্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে কৃষ্ণ ঘাঁটি সেক্টরে মর্টার নিক্ষেপসহ হালকা অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণ করেছে। ভারতীয় সেনাবাহিনী এসময় কঠোর ও কার্যকর ভাবে পাল্টা জবাব দিয়েছে। সকাল সাতটা নাগাদ গুলিবিনিময় বন্ধ হয়।

এদিকে, কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রাজৌরি, পুঞ্চ ও সাম্বা জেলায় নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

গতকাল বুধবারও পাকিস্তানি বাহিনী ভারতীয় এলাকা টার্গেট করে গুলিবর্ষণ করে। আন্তর্জাতিক সীমান্তের আর এস পুরা সেক্টরে উচ্চসতর্কতা জারি করা হয়েছে। লোকজনকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

স্থানীয় মানুষজন গুলিবর্ষণ ও উত্তেজনার ফলে নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছেন। সীমান্ত এলাকা থেকে চলে আসা লোকজনদের আশ্রয় দেয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে যাতে তাদের কোনো অসুবিধা না হয়।

এদিকে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে দু’দেশের মধ্যে চলা সমঝোতা এক্সপ্রেস ট্রেন পরিসেবা স্থগিত করেছে পাকিস্তান। আজ (বৃহস্পতিবার) রেল কর্মকর্তাদের উদ্ধৃত করে ‘ডন নিউজ টিভি’ পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে সমঝোতা এক্সপ্রেস রেল পরিসেবা স্থগিত থাকার কথা জানায়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share