৫২ বলে ৩৫ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেন তামিম ইকবাল। এরইমধ্যে ফিফটি হাঁকিয়েছেন টাইগার ওপেনার। ৭৯ বলে ৮ চারের মারে ৫৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন তিনি।
মাহমুদুল হাসান জয় তৃতীয় দিনে নেমে ৬ রান যোগ করেছেন। ৭৫ বলে ৩৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন তিনি।
তামিম-জয়ের আলো ছড়ানো ব্যাটিংয়ে একশোর কোঠা স্পর্শ করেছে বাংলাদেশ। ২৫ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৪ রান।
১৫ মাস পর টেস্ট জার্সি গায়ে জড়িয়ে বাজিমাত করলেন নাঈম হাসান। একাই নিলেন লঙ্কানদের ৬ উইকেট। টাইগার স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৯৭ রানে থামে সফরকারীদের প্রথম ইনিংস। নাঈম-সাকিবের জাদুকরি বোলিংয়ের পর ব্যাটাররাও আলো ছড়াচ্ছেন। দ্বিতীয় দিনে ১৯ ওভারে বিনা উইকেটে ৭৬ রান তোলেন তামিম-জয়।
৫২ বলে ৩৫ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন তামিম ইকবাল। মাহমুদুল হাসান জয় নামবেন ৬৬ বলে ৩১ রান নিয়ে।