নীলফামারী পৌরসভা এলাকার ১৬২জন গর্ভবতি ও প্রসূতি নারীকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ দিয়েছে ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্প।
সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ এতে প্রধান অতিথি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জেসমিন নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম, ফিল্ড কো-অর্ডিনেটর একরামুল হক, নীলফামারী পৌরসভার কাউন্সিলর কলিম উদ্দিন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য রতনা রানী রায় উপস্থিত ছিলেন।
ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্প টেকনিক্যাল কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম জানান, জেলায় ছয় হাজার নারীকে এই উপকরণ বিতরণ করা হয়েছে।
গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার আর্থিক এবং প্ল্যান বাংলাদেশের কারিগরি সহায়তায় ল্যাম্ব নীলফামারীতে ‘স্কোর’ প্রকল্পটি ২০২২সালের ফেব্রুয়ারী থেকে বাস্তবায়ন করছে।
তিনি বলেন, করোনাকালীন অসুস্থ্য নারী এবং গর্ভবতি ও প্রসূতি মায়েদের নিয়ে কাজ করছে প্রকল্পটি।