ঝড় উঠেছে তাকওয়ার বয়ানে রমজান এ মাস, রাখলে রোজা তাকওয়া বাড়ে কিতাবের বয়ান। পাপী তাপী সবার জন্য বিশেষ নিয়ামত, গুনাহ মাফে রমজান খোদার অন্যন্য কুদরত। এ মাসেতে কোরআন নাজিল মাগফেরাত রহমত, হাজার মাসের চাইতে বেশি এক রাতের বরকত। কোরআন নাজিল এ মাসে বলে এত মর্তবা, লালন ধারণ করেন যারা পৃথিবী খ্যাত সেরা। সৌভাগ্যবান ইহ পরকালে গৌরব সম্মান গুনে জ্ঞানে, শাসন কর্তৃত্ব ঐশ্বর্য বীর্য শ্রেষ্ঠ জাতি যুগে যুগে। বর্বরতার ঘোর অন্ধকারে ডুবে ছিলেন যারা, ইতিহাস শ্রেষ্ঠ সোনালী সমাজ বিনির্মাণ করলেন তারা। মাসের কোনো মাহাত্ম্য নেই কোরআনের কারণ, পৃথিবীর সেরা শ্রেষ্ঠ গ্রন্থ কান্ডারীর তোরণ। ঈমানের তাজাল্লি ঝালিয়ে নিতে রমজানের আগমন, নূরের বাতি জ্বালালে হৃদয়ে ডর সংকার রয়না কারণ। কুরআনের জ্যোতি জ্বালিয়ে হৃদয়ে অর্ধ পৃথিবী করেছে শাসন, ন্যায় ইনসাফ শান্তি প্রতিষ্ঠায় বিরল উদাহরণ, ভূমি দখল গুম খুন রাহাজানি ধর্ষণ অপহরণ, প্রতারণার ফাঁদে করতো না কেউ অধিকার হরণ। সুদ ঘুষ মিথ্যা জালিয়াতি ওজনে ঘাটতি, মজুদ দারী মুনাফাখোরী দ্রব্যে ভেজাল ছিলনা ছল চাতুরি। বছরের পর বছর ধরে সিয়াম পালনে নেই কোনো ঘাটতি, কাজে-কর্মে পরিবর্তন নেই ঝলকাই না তাকওয়ার জ্যোতি। রোজা আসে চলে যায় বয়ান শুধু শিখায়, খোদাভীতির বালাই নেই সমাজ পুড়ে ছাই , দুর্নীতির জ্বালায়। বিশ্ব জ্বলে অশান্তির অনলে শান্তি কোথাও নাই, কিতাবের আলোকে জীবন গড়লে শান্তির ঢেউ বয়। সিয়ামের শিক্ষা তাকওয়া অর্জন কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলন, পথ চলা হউক খোদার রঙ্গে রাঙ্গিয়ে জীবন।