সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সংস্থার প্রধান কার্যালয়ে তিন স্তরের সারাদিন ব্যাপি প্রোগ্রাম পরিচালিত হয়।
প্রথম ধাপে সংস্থার সদস্যদের মত বিনিময় ও সেমিনার পরিচালনা করা হয়। সেমিনারটি পরিচালনা করেন উক্ত সংস্থার সেক্রেটারি জেনারেল ইঞ্জিঃ অনিকুল ইসলাম।
দ্বিতীয় ধাপে সদস্যদের মাঝে ক্রেষ্ট, আইডি কার্ড ও শ্রেষ্ঠ সংগঠক, শ্রেষ্ঠ রক্তদাতা, শ্রেষ্ঠ সমাজকর্মী এবং পরিচালক মন্ডলীদের কে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং সকল সদস্যের মাঝে বিতরণ করা হয় এবং লাঞ্চের ব্যবস্থা করা হয়।
তৃতীয় ধাপে সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রোগ্রাম সমাপ্তি ঘটে। প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান জনাব মোঃ জে এইচ রানা। সভাপতিত্ব করেন মোঃ নূরুল ইসলাম, পরিচালক। উপস্থাপনা ছিলেন লুৎফুন নাহার নিলয়।
প্রধান অতিথি বক্তব্য দিতে গিয়ে বলেন মানবাধিকার সংস্থা কাজ করতে হলে মন মানসিকতা আন্তরিকতা সাহসিকতা বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে হবে সংস্থার সিস্টেম ও দেশের সিস্টেম মেনে চলতে হবে যেখানে মানবাধিকার লঙ্গিত হচ্ছে সেখানে সৎ সাহসের মাধ্যমে পরিচালনা করতে হবে তাই একজন মানবাধিকার কর্মীর গুণাবলী হতে হবে এবং সংবিধানের ১১ এর অনুচ্ছেদে বলা হয়েছে মৌলিক অধিকার মানব অধিকার।
পরিচালকবৃন্দগণ উনাদের বক্তব্য প্রদান করেন সর্বশেষ সভাপতি বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।