রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হেনা মুন্সীকে অস্ত্র মামলায় গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
গ্রেফতার কৃত হেনা মুন্সীকে ৯ বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে মোস্তফা মাহমুদ হেনা মুন্সীর নামে ২০১৪ সালে অস্ত্র আইনে মামলা হয় সে মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে বুধবার সন্ধ্যায় উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া নিজ বাড়ী থেকে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে গ্রেফতার করে।
ভাইস চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সীর বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে তবে অন্য সকল মামলায় সে জামিনে থাকলেও ২০১৪ সালের অস্ত্র মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
স্থানীয়রা বলছেন এ গ্রেফতারী পরোয়ানা উপজেলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময় থেকেই ছিল কিন্তু এতো দিন পুলিশ তাকে গ্রেফতার করেনি এ নিয়ে সমালোচনা থাকলেও গ্রেফতার হওয়ার পর পাংশা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় একাধিক ব্যাক্তিবর্গ।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন হেনা মুন্সীর বিরুদ্ধে ২০১৪ সালের একটি অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা মোতাবেক আমরা তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।