শ্রীমঙ্গলে হোটেল ও রিসোর্ট মালিক এবং শ্রমিকদের এসওপি অনুসরন ও পর্যটন সেবার মান বৃদ্ধিকরন সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষন অনু্ষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ কনফারেন্স হলে উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটির বাস্তবায়নে ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্হানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহযোগীতায় এই প্রশিক্ষন অনু্ষ্ঠিত হয়।
প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম। আরো উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।
প্রশিক্ষন কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজারের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, ইউজিডিপি’র উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর নিশীথ বরন রায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের সহকারি ডেন্টাল সার্জন ডা. মো. জোবায়ের খান।
প্রশিক্ষনে হোটেল মালিক, হোটেল ব্যবস্হাপক,হোটেল বয়, শেপ ও অন্যান্য কর্মচারীসহ ৩৫ জন অংশগ্রহন করেন।