জাতীয় কর্মসুচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শ্রীমঙ্গলে বর্ষবরন উৎসব উদযাপিত হয়েছে।
বর্ষবরন উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার প্রমুখ।
এছাড়াও বর্ষবরন অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী ও শিশুরা উপস্হিত ছিলেন।
পরে বর্ষবরন সঙ্গীতানুষ্ঠান, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগীতা, যেমন খুশী সাজো, ঐতিহ্যবাহী লাঠিখেলা ও সবশেষে বিকেলে উপজেলা পরিষদ মাঠে ঘুড়ি ওড়ানো উৎসব অনু্ষ্ঠিত হয়।