May 16, 2025, 12:18 am
Logo
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী নিহত

শেরপুর প্রতিনিধি 166
নিউজ আপঃ Wednesday, March 30, 2022

শেরপুরের নকলা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ছাত্রলীগের দুই কর্মী । ২৯ মার্চ মঙ্গলবার রাত পনে ১২ টার দিকে নকলা-চন্দ্রকোনা সড়কের কায়দা পাগলী মার্কেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ছাত্রলীগের কর্মীরা হলেন- নকলা উপজেলার মোছারচর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে রাব্বি (২০) ও একই গ্রামের ফারুক হোসেনের ছেলে ওয়াসীম (২০)।

সূত্রে জানা গেছে, নকলা উপজেলার নকলা-চন্দ্রকোনা সড়কের কায়দা পাগলী মার্কেট এলাকায় রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় মনিরের করাত কল থেকে ট্রাকে লাকড়ী ভরার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা রাব্বি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায়। এতে দাঁড়ানো ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন রাব্বি।

এ ঘটনায় গুরুতর আহত হন আরোহী ওয়াসীম। তখন ওয়াসীমকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ওয়াসীমও মারা যান। নিহতরা দুজনই ছাত্রী লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমান ঘটনায় সত‍্যতা স্বীকার করেছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share