উপজেলা নির্বাহী কর্মকতা তাশনূভা নাশতারাণ এর সভাপতিত্বে সভায় বিশেষ বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ইশতিয়াক মামুন ও প্রানীজ সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান।
বক্তারা বলেন, প্রবাসীরা দেশে আসলে ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। পরিবারের স্বার্থে, সমাজের স্বার্থে সর্বোপুরি দেশের স্বার্থে সবাইকে এ ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ সাংবাদিক ও জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে সচেতন করার আহবান জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক মামুন বলেন,মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৮টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। প্রাথমিক চিকিৎসার সু-ব্যবস্থা রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ তদন্ত দস্তগীর আহম্মদ,শিক্ষা কর্মকতা দ্বিজেন্দ্র আচার্য্য,বি আর ডিবি কর্মকতা মশিউর রহমান,সমাজ সেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন,মহিলা বিষয়ক কর্মকতা জান্নাত সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,চেয়ারম্যান সফিকুল ইসলাম,সৈয়দ জাভেদ,মোস্তাক আহম্মদ হেলাল,শহীদ উদ্দীন চৌধুরী,তৌফিকুল আলম চৌধুরী ফারুখ পাঠান। আমার বাড়ি আমার খামারের সমন্বয়ক পারভীন আক্তার,তথ্য সেবা কর্মকর্তা নাসরিন সুলতানা,শ্রীধাম দাশ গুপ্ত,মিজানুর রহমান।