২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার মডেল কলেজ মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম অনুষ্ঠিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কার্যক্রম।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন, দেশাত্ববোধক গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, ছাত্র-শিক্ষক প্রীতি ফুটবল ম্যাচ, ছাত্রী-শিক্ষিকা পিলোপাস খেলা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ মনসুর আলী, প্রভাষক মোঃ আব্দুল আউয়াল খান, মোঃ মতিউর রহমান সবুজ এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ইলা মনি সুমাইয়া প্রমুখ।
সূর্যোদয়ের সাথে সাথে অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকনে সাদিয়া-ঈ তাহ্দিন ১ম, রচনা জামান ঐশী হয়, মেহেরুন নেছা ৩য়, দেশাত্ববোধক গানে সুচনা আক্তার ১ম, তৌহিদুল ইসলাম ২য়, লামিয়া সুলনানা ৩য়, কবিতা আবৃত্তিতে ওমর খুবাইব জাহিন ১ম, জান্নাতুল তাজরিন ২য়, সুচনা আক্তার ৩য় স্থান অধিকার করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কলেজের রোভার স্কাউট দল সাভার উপজিলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ গ্রহণ করে। উপজেলা পর্যায়ে সাভার মডেল কলেজ রোভার দল ডিস-প্লেতে ৩য় স্থান অধিকার করে। বিভাগভিত্তিক দেয়ালিকা প্রকাশ ও কলেজে আলোকসজ্জা করা হয়। ২৫ মার্চ’ ২২ ‘গণহত্যা দিবস’ পালন উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে ২৪ মার্চ’২২ (ইং) বৃহস্পতিবার ‘৭১ এ গণহত্যার প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় ২৫ মার্চ ২২ (ইং) শুক্রবার বীর মুক্তিযোদ্ধার “স্মৃতিচারণ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ করেন বীর মুক্তিযুদ্ধা ক্যাপ্টেন অব সালাহ উদ্দিন আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ আঃ আওয়াল মাসুম,প্রভাষক (বাংলা বিভাগ) সাভার মডেল কলেজ।