মনোহরদীতে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তকৃত এক হোন্ডা চোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। চুরি যাওয়া হোন্ডাটিও তার কাছ থেকে উদ্ধার হয়েছে।
মনোহরদীর হাতিরদীয়া বাজার থেকে চুরি যাওয়া এ হোন্ডা চোরকে আটক করে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশে সোপর্দ করা হয়।
হোন্ডা মালিক কুড়িপাইক্যা গ্রামের জামাল উদ্দীন সোমবার সন্ধ্যায় তার মালিকানাধীন হাতিরদীয়া বাজারের হাজী বাশির উদ্দীন শপিং মলের সামনে হোন্ডা (ঢাকা মেট্রো-হ-১৫-৩৬০০৭) রেখে কিছুক্ষনের জন্য অন্যত্র যান।
এর আগে সেখানে হোন্ডার উপর এক যুবককে বসে থাকতে দেখেন তিনি। রাত ৯টার দিকে কাজ থেকে ফিরে হোন্ডাটির আর অস্তিত্ব খোঁজে পাননি জামাল উদ্দীন।ফলে ভিডিও ফুটেজ দেখে নিজে দেখা যুবককে চোর হিসেবে শনাক্ত করেন তিনি। পরে নানাভাবে তার সুর্নির্দিষ্ট পরিচয় খুঁজে বের করা হয়।
এ ভাবে মঙ্গলবার (১২ এপ্রিল) বগাদী এলাকা থেকে তাকে আটক করে একই রাতে মনোহরদী থানা পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত অভিযুক্ত যুবকের নাম আশিক(৩০) পিতার নাম মৃত আব্দুল লতিফ।
তার বাড়ী একই উপজেলার গন্ডারদীয়া গ্রামে বলে জানা গেছে। তার বিরুদ্ধে ইতোপূর্বেও অনেক অপকর্মের অভিযোগ রয়েছে এলাকায়।
হোন্ডা মালিক জামাল উদ্দীন এবং একদুয়ারিয়া ইউপি চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুকের সাথে আলাপ করেও একই বিবরন মিলেছে।
এ ব্যাপারে মনোহরদী থানার ওসি তদন্ত জহিরুল আলম জানান, থানায় মামলা দায়ের হয়েছে।আসামী কোর্টে চালান করা হয়েছে।