August 24, 2025, 2:39 am
Logo
শিরোনামঃ
বাঘায় এশিয়ান টেলিভিশনের ব্যানারে শতাধিক  পানিবন্দী পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবাবগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালকের মৃত্যু নবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নবাবগঞ্জে মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করলেন আনোয়ারুল ইসলাম নবাবগঞ্জে সাংবাদিক রোকনের পিতার ইন্তেকাল র‍্যাব-৫ এর এফএস সদস্যকে বিতর্কিত করতে মাদক ব্যবসায়ী দম্পতি’র সংবাদ সম্মেলন অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাভার স্ব-আসনে বনগাঁও ইউনিয়ন পুনঃবহাল রাখতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী সাভারের আমিন বাজারে বারবার গ্যাস সংকট, অনতিলম্বে গ্যাস সংযোগ প্রদানের জন্য এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

“ভব সংসার ”  মোস্তাফিজুর রহমান -নিউজ অলটাইম

স্টাফ রিপোর্টারঃ 698
নিউজ আপঃ Sunday, June 20, 2021

হারিয়ে গেলাম পৃথিবী নামক গহীন অরণ্যে ,
পথ হারিয়ে ঠিকানা খুজি পাগল হয়ে হন্যে।
উদভ্রান্তের মত  ছুটে চলা ঝলমলে প্রাসাদ সম্পদের লোভে সকাল হতে সন্ধ্যে ,
প্রাচুর্য মহের জাদুর জালে  অকসাৎ গেছি আটকে।
জীবন নদীর খেয়া পারে হেরে যায় পিছুটানে ভব সংসারে  মায়ার বাঁধনে,
রং তরঙ্গে হাবুডুবু খায় ভবো দরিয়ার প্রবল স্রোতের অথৈ জলে।
প্রকৃতির রূপ সুধা পানে ব্যাকুল হয়ে ঘুরি ধরণী মরুদ্যানে,
চাকচিক্য আনন্দ-উল্লাস ভোগবিলাস হাতছানি দেয় জীবন নদীর বাঁকে।
প্রভাত কালের ভ্রমর হয়ে গায়যে প্রভাত ফেরী,
ফুটায় ফুল  পলাশ শিমুল রজনীগন্ধা বকুল সন্ধ্যামণি।
ফুলের গন্ধে আকুল আনন্দে মন হারায় সুদূর পানে,
দিকভ্রান্ত হয়ে ছুটে চলা মরিচিকার পিছে মরু প্রান্তরে।
স্বপ্নের ভেলায় মেঘের ছোঁয়ায় আকাশ পানে উড়ি মহাশূন্যে,
ভ্রমণ আবিষ্কারের মহানেশায় গ্রহ হতে গ্রহান্তরে।
প্রজাপতির ডানায় মেলে স্বপ্ন ছড়ায় সবার তরে,
সুখের সারি গায় যে মাঝি অকুল গাঙ্গে নাও বায়য়ে।
জীবন গাঙ্গের গভীর জলে বায় তরি নিরবধি,
সুখ পাখিটার গলায় বাঁধবো বশের বেড়ী।
পেলাম না হায় তাহার দেখা কেমন সুখ পাখি,
আশায় আশায় দিন ফুরায় পাপের বোঝা হয় ভারী।
কোন ঘাটেতে ভিড়ায়  তরী নঙ্গর গেছে ছিঁড়ি,
ভাটির দেশে চলছে নাও গন্তব্যের ঠিকানা জানা নাহি।
জোয়ার-ভাটায় দিশেহারা ভাঙ্গে পাড় কূল-কিনারা,
আশার জোয়ারে ভাটা পড়ে স্বপ্ন ভেঙ্গে সারা।
জনম ভরে বায়লাম তরী কভু শেষ না হয় দুঃখের রজনী,
জ্বলে পুড়ে অঙ্গার  আমি বয়তে তরি সংসারের ঘানি।
বিষাদে ভরা সংসারের বোঝা টানতে দাঁড় ফুরালো বেলা,
মহাকালে যাত্রা পথে শুধু একলা অন্ধকারময় গহীন রজনী বিভীষিকায় ভরা।।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share