দিনাজপুরের বিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও সুধী সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা।
সোমবার ( ৭ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলার বিরামপুর সরকারি কলেজের অডিটোরিয়াম হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর- দিনাজপুর অঞ্চলের সহকারী সেক্রেটারি জেনারেল ও পরিচালক মাওলানা আবদুল হালিম।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা নায়েবি আমীর ড.এনামুল মুহাদ্দিস,জামায়েত ইসলামির জয়পুরহাট জেলা আমির ড. ফজলুর রাহমান সাঈদ, দিনাজপুর উত্তর জেলা শাখার আমীর অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান, ৫ আগস্টে শহিদ হওয়া সূর্যের বড় ভাই আসাদুজ্জামান সুজন, শহিদ ফাহিমের পিতা আব্দুল মালেক, নবাবগঞ্জ সাবেক উপজেলা চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিক সহ অনেকে ।
মতবিনিময় সভা শেষে ৫ আগস্টে শহিদ হওয়া ৩ টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর- দিনাজপুর অঞ্চলের সহকারী সেক্রেটারি জেনারেল ও পরিচালক মাওলানা আবদুল হালিম।