রাজশাহীর বাঘায় জমি নিয়ে দ্বন্দ্বে হিমেল উদ্দীন (১৭) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ।
রোববার(১৭ এপ্রিল ) সকাল সাড়ে ৯টায় উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাসাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হিমেল আলাইপুর মাহাজন পাড়ার মোকাররম হোসেনের একমাত্র ছেলে। এ ঘটনায় পুলিশ জিনারুলকে আটক করেছে।
হীমেলের পিতা মোকাররম হোসেন জানান, রোববার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে আমার ক্রয়কৃত জমি নিজের দাবি করে সাহাবুল নামের একজনকে দিয়ে সেচ দিচ্ছিলেন। সেখানে বসে ছিলেন জিনারুল। আমি ও আমার ছেলে হিমেল এবং আমার ভাইরার ছেলে আসলামকে সাথে নিয়ে সেচ দেওয়া সেই জমিতে গিয়ে তাদের সেচ দিতে নিষেধ করি। এ সময় জিনারুল বড় আকারের একটি ধারালো হাঁসুয়া নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। আমরা আত্তরক্ষায় পালানোর সময় ছেলে হিমেল পড়ে গেলে তাকে কুপিয়ে জখম করে। এতে তার বাম পায়ের হাটুর নীচে গুরুতর জখম হয়েছে।
তিনি জানান, ১২ বছর আগে জিনারুলের ৩ বোন ও ১ ফুফাতো ভাইয়ের অংশের.৯৫ শতাংশ জমি দলিলমূলে ক্রয় করে ভোগ দখল করছি। অপরদিকে প্রতিপক্ষ জিনারুল বলেন, ওয়ারিশ সুত্রে ওই জমি আমার।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানান, ঘটনা অবগত হয়ে তাৎক্ষণিকভাবে জেনারেল হোসেন ওরফে জিনারুলকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।