ফরিদ উদ্দিনবিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ১৩জুন।। প্রাণঘাতি করোনায় সৃস্ট পরিস্থিতির কবলে পড়ে এখন দিশেহারা প্রায় সকল শ্রেনী পেশার মানুষ। এর কবল থেকে রেহাই পাচ্ছেনা গ্রামীন জনপদে অদম্য ইচ্ছা শক্তি নিয়ে গড়ে ওঠা প্রান্তিক চাষিরাও। এদের’ই একজন ট্রাক চালকের কাজ ছেড়ে তিল তিল করে জমানো অর্থ দিয়ে কর্মস্থান গড়ে সমাজে প্রতিষ্ঠিত হতে চাওয়া হাস খামারী মিলনের কপালেও এখন চিন্তার ভাজ। টানা তিন মাসের লকডাউন পরিস্থিতিতে খাদ্যের দাম দিগুন বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে কয়েক গুন। ফলে খাদ্যাভাবে পুষ্টির চাহিদা না মেটায় ডিম উৎপাদন নেমে এসেছে শুন্যের কোঠায়। আর সময়োপযোগী খাদ্য সঙ্কটে দুর্বল হয়ে প্রতিদিন মরে যাওয়া হাসের চিত্র দেখে থামছে না মিলনের কান্না। জানালেন টানা কয়েক সপ্তাহ ধরে খাবার কিনতে না পাড়ায় শুধু নদীর পানি খেয়েই বেচে আছে খামারের হাজারো প্রান।