প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নবগঠিত ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়ন উচালিয়াপাড়া মোড় থেকে মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভে অংশ নেন উপজেলা নবগঠিত ছাত্রলীগের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি কাজী আবিদ উল্লাহ বাপ্পী, সাধারন সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আমির খন্দকার, সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আজিজুল হক রানা, যুগ্ম আহ্বায়ক ওয়াসি সূর্য প্রমুখ।
মিছিলে শেষে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা বলেন, আমাদের আবেগ ও আশ্রয়স্থল দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সর্বদা প্রস্তুত আছি। ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের নেত্রীকে নিয়ে যে কটুক্তি করেছে, তার উত্তম জবাব দেয়া হবে।