খুলনার পাইকগাছায় চোরাই বিদ্যুৎ লাইনে লীজ ঘেরে মটর পানি দেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিহির কান্তি মন্ডল (৪০) নামের যুবকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি বুধবার দুপুরে উপজেলার খড়িয়ার ঠাকুরণ বাড়ি চকে। জানাগেছে, উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ঠাকুরুণ বাড়ি চকের মৃত বিজয় কৃষ্ণ মন্ডলের ছেলে মিহির কান্তি মন্ডল বুধবার দুপুরে বাড়ির পাশে ঘরে পানি দিতে যায়। এলাকবাসি জানিয়েছে তারা বাড়ির বিদ্যুৎ লাইন থেকে চোরাই ভাবে ঘেরের বাসায় নিয়ে যায়।
এ সময় মিহির পানিতে দাড়িয়ে মটরের প্লাগ লাগাতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে যায়। পাশের ঘের মালিক ফারুক হোসেন দেখতে পেলে তার ডাক চিৎকারে বাড়ি থেকে লইিন বন্ধ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে। পাইকগাছা পল্লি দি্যুৎ ডিজিএম বিলায়েত হোসেন বলেন, ইতিমধ্য আমরা বিভিন্ন এলাকায অবৈধ বিদ্যুৎ লাইন কেটে দিয়েছি এবং অনেকের জরিমানা করেছি। পরে তারা রাতের আঁধারে আবরো সংযোগ নিয়ে নিচ্ছে।
থানা অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জিয়া বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা করে পরিবারের নিকট লাশ হস্থান্তর করা চয়েছে।