জমি জবর দখলের অপচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে দু’ জন ভূমিদস্যুকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটেছে ।
জানা গেছে- উপজেলার উত্তর দুরাকুটি মৌজার ৫২৯ খতিয়ানের ৭৫৩ দাগের ২৯ শতাংশ জমির মধ্যে ১৪ শতাংশ জমি ১৯৭১ ও ১৯৭৫ সালে দুইটি কবলা দলিল মূলে হাজী মহসিন উদ্দিনের ছেলে মোঃ আলম হোসেনের কাছে বিক্রি করে পার্শ্ববর্তী গ্রামের শাহান উদ্দিনের ছেলে সমসের আলী। তখন থেকে আলম হোসেন জমিটি ভোগ দখল করে আসছে। কিন্তু একদল ভূমিদস্যু ওই জমিটি দখলের চেষ্টা করে।
এ বিষয়ে জমির মালিক আলম হোসেনের পুত্র শামীম হোসেন বাবু গত ১৬ এপ্রিল ২০২২ তারিখ কিশোরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। এর প্রেক্ষিতে পুলিশ ওই জমি দখলের চেষ্টাকারীদের ১৫৪ ধারায় নোটিশ প্রদান করে।
ওই নোটিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ওই জমিতে সাইন বোর্ড দেয়াসহ দখলের চেষ্টা করে। খবর পেয়ে জমির প্রকৃত মালিকের ছেলে দখলে বাঁধা দিতে গেলে ভূমিদসুরা তার হাতে থাকা একটি স্মার্ট ফোন ভেঙ্গে ফেলে। বিষয়টি ৯৯৯ এ খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জন ভূমিদস্যুকে আটক করেছে।
আটককৃতরা হল উত্তর দুরাকুটি নদীরপাড় গ্রামের পেয়ারুল ইসলাম (৪০) ও এজাবুল হক (৩৫)।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ রাজিব কুমার রায়- ঘটনার সতত্য স্বীকার করেন। তিনি বলেন অন্যের জমি জবর দখলের চেষ্টাকারী ২ জনকে আটক করা হয়েছে।