May 23, 2025, 1:05 am
Logo
শিরোনামঃ
সাভারে ৪ দফা দাবি বাস্তবায়নে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র মানববন্ধন অবৈধ রেলিক সিটিতে রাজউকের অভিযান, কার্যক্রম বন্ধ ঘোষণা  ৬ দিনের রিমান্ডে কণ্ঠশিল্পী মমতাজ,আদালত চত্বরে ডিম নিক্ষেপ সাবেক এমপি মমতাজকে চার হত্যা মামলায় মানিকগঞ্জ আদালতে তোলা হয়েছে আশুলিয়ায় ৪ দফা দাবি বাস্তবায়নে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র মানববন্ধন সাভারে মিথ্যা মামলা, অপপ্রচার এবং কৃষিজমি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন, স্মারকলিপি প্রদান ঢাকা বোট ক্লাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাভারে ৯৪ বোতল ফেনসিডিল সহ পেশাদার দুই মাদক কারবারি গ্রেফতার ইশরাক হোসেন ইস্যুতে আমাকে দোষারোপ করা সমীচীন হবে না: আসিফ মাহমুদ গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

চিত্রনায়িকা অঞ্জনার বাসায় পুলিশ !

ডেস্ক রিপোর্ট 440
নিউজ আপঃ Thursday, May 12, 2022

ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক সময়ের পর্দা কাঁপানো জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা। গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তার বাসায় (বাসার কাজ চলছে) কারা যেন ঢোকার চেষ্টা করে। এমন সময় টের পেয়ে চিৎকার দিয়ে উঠেন এই অভিনেত্রী। তার চিৎকারে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় তারা। এরপরই ফোন করে সাহায্য চাওয়া হয় উত্তরখান থানায়।

এ বিষয়ে রাতেই এক ফেসবুক স্ট্যাটাস দেন অঞ্জনা। সেখানে তিনি লিখেছেন, ‘আজ এক ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হলাম রাত তখন আনুমানিক ২টা, আমি ড্রইং রুমে গেলাম। হঠাৎ আমার বাড়ির ছাদে মানুষের পায়ের আওয়াজ, ফিসফিস কথার শব্দ। ভয়ে গা শিউরে উঠলো এত রাতে ছাদে কে। আমি সঙ্গে সঙ্গে আমার ছেলেকে ডাকি। আমাদের শব্দ পেয়ে ৩ তলার ছাদ বেয়ে আগন্তুকগণ নিচে নেমে যায়।’

তিনি আরও লিখেছেন, ‘আমি এক মুহূর্ত দেরি না করে উত্তরখান থানায় ফোন করি। সঙ্গে সঙ্গে এসআই মুশফিক ভাইসহ ৬-৭ জন পুলিশ সদস্য ১০ মিনিটের মধ্যে আমার বাড়ির নিচে চলে আসলো। বাড়ির সামনের সাইডের একটি অংশে আমার বাড়ির নির্মাণাধীন কাজের অনেক বালি রাখা ছিল। ৩ তলার ছাদ বেয়ে দুই তালার বারান্দার কার্নিশের অংশ থেকে নিচে বালিতে লাফ দিয়ে নেমেছিল তারা। বালিতে ৩-৪ জনের পায়ের ছাপ তৎক্ষণাত শনাক্ত করা হয়।’

প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘চির কৃতজ্ঞতা আপনাদের প্রতি সত্যিকার অর্থেই পুলিশ জনগণের বন্ধু এটা নিঃসন্দেহে প্রমাণিত। আমার ড্রাইভার ছুটিতে বাসায় একমাত্র আমি ও আমার ছেলে। দারোয়ানও আজ বৃষ্টির জন্য আসতে পারেনি। তাই হয়তো কেউবা এই সুযোগটাই খুঁজছিল কোনো ক্ষতি করার। যাই হোক আল্লাহর রহমতে কোনো প্রকার ক্ষতি হয়নি। আবারও কৃতজ্ঞতা পোষণ করি বাংলাদেশ পুলিশ প্রশাসনের প্রতি।’

বিষয়টি দৈনিক আমাদের সময় অনলাইন’র পক্ষ থেকে যোগাযোগ করা হয় এই চিত্রনায়িকার সঙ্গে। তিনি বলেন, ‘গত রাতটি পুরো ভয়ের মধ্যেই ছিলাম। ৩টার দিকে এমন ঘটনার পর আর ঘুম আসছিল না। পুলিশের পক্ষ থেকে অনেক সাহায্য পেয়েছি। শুধু তাই না, তাই এ বিষয়ে গুরুত্ব দিয়ে দেখার কথাও জানিয়েছে। কাল বুঝতে না পারলে বা পুলিশ সঙ্গে সঙ্গে না আসলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো।’


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share