পাবনার চাটমোহরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খরিপ ১/২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও সার বিতরণীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম,গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রজব আলী বাবলু, বিলচলন ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন,মূলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল,প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ জানান,উপজেলা ২ হাজার ৭ শ’ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি এবং উফশী ধান বীজ ৫ কেজি করে দেওয়া হবে।