।
।জসিম মাহমুদ।।
চট্রগ্রাম নগরীতে চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গতকাল রবিবার তিনি চট্টগ্রাম ওয়াসা, সিডিএ কর্তৃক গৃহীত মেগা ও উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে দেখেন। এ সময় তাঁর সাথে চসিক কাউন্সিলর এইচ এম সোহেল, শৈবাল দাশ সুমন, এ.এফ.কবির আহমেদ মানিক, চউকের প্রধান প্রকৌশলী মোহাম্মদ জসীম উদ্দিন, চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও রাজনীতিবিদ সুমন দেবনাথ উপস্থিত ছিলেন।
মেয়র কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের রিজারভার, পানি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও বুস্টার স্টেশন, ঢাকা ট্রাঙ্ক রোড থেকে বায়েজিদ বোস্তামী রোড, ফৌজদার হাট থেকে কর্ণফুলী ট্যানেল এবং কর্ণফুলী ট্যানেলসহ একসেস ও পোর্ট কানেকটিং রোডের উন্নয়ন কাজ সরেজমিনে প্রত্যক্ষ করেন। পরিদর্শনকালে মেয়র কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি তিনি কাজের গুণগত মান অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করেন।